দেশবাসীর কাছে মাহমুদউল্লাহর আকুতি
ক্রাইস্টচার্চ টেস্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটা আরেকটু আগে শেষ হলে কি বড় বিপদটাই না হয়ে যেত! মাহমুদউল্লাহর মনে এখন ঘুরছে এই কথাই। সংবাদ সম্মেলনে দেরি হওয়ায়ই তো নামাজে যেতে হয়েছে মিনিট দশেক দেরি। অনিচ্ছাকৃত এই দেরিটাই এখন বাংলাদেশের ক্রিকেটারদের কাছে সৌভাগ্যের সময়। তবে নিজেরা বাঁচলেও যা দেখেছেন সেই নারকীয় রক্তারক্তি ছবি মন থেকে যে সরানো যাচ্ছে না। এই জন্য দেশে ফিরে দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাহমুদউল্লাহ।
শনিবার রাত ১০টা ৪২ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমর্ষ চেহারা নিয়ে ফেরা বাংলাদেশের সঙ্গী হয়েছে একদিনের আগের ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি।
যে মসজিদে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছে প্রার্থনারত অনেক নিরীহ মানুষ, সেখানেই নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও। দেরি হওয়াতেই রক্ষা পেয়ে যান তারা। দেশে ফিরে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ নিজেদের এই ভাগ্যের কথা বারবার বললেন, ধন্যবাদ দিলেন দুই দেশের বোর্ডোকেও, 'আমরা যখন রুমের মধ্যে ছিলাম তখন একটা কথাই মনে হচ্ছিল যে আমরা কতোটা ভাগ্যবান। তারপর বোর্ড কর্তাদের সঙ্গে যখন যোগাযোগ হল উনারা তখন আমাদের উদ্ধার করলেন। বিসিবিকে ধন্যবাদ, পাপন (নাজমুল হাসান) ভাইকে ধন্যবাদ। ওনাদের সঙ্গে যখন কথা হল তখন ওনারা বললেন আমাদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনবেন।
তবে তাদের মনের কোনে জমা হওয়া কালো মেঘ সরতে বিশেষ করে দোয়া চেয়েছেন পুরো দেশবাসীর কাছে, 'দেশবাসীর প্রতি বলব আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই মানসিক অবস্থা থেকে বের হতে পারি। আর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, একইসঙ্গে বিসিবিকেও ধন্যবাদ।'
শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ৪৯ জনের নিহতের খবর দেয় সেখানকার প্রশাসন। ওই দুই মসজিদের একটিতে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। গোলাগুলির খবর পেয়ে কোন রকমে নিজেদের রক্ষা করে সেখান থেকে সরে আসেন তারা।
Comments