হামলার ৯ মিনিট আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইমেইল
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যারড্রেন বলেছেন, গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যার কয়েক মিনিট আগে সন্দেহভাজন বন্দুকধারীর কাছ থেকে তার কার্যালয় বরাবর এক ইমেইল বার্তায় একটি ‘ইশতেহার’ এসেছিলো।
আজ (১৭ মার্চ) সাংবাদিকদের জেসিন্ডা অ্যারড্রেন বলেন, “হামলার ৯ মিনিট আগে আমিসহ আরও ৩০ জনের বেশি ব্যক্তিকে ইমেইল করে ওই ইশতেহারটি পাঠানো হয়।”
ইমেইল বার্তাটি পাওয়ার দুই মিনিটের মধ্যে তা নিরাপত্তা বিভাগে পাঠিয়ে দেওয়া হয় জানিয়ে তিনি আরও বলেন, “সেখানে কোনো স্থানের নাম উল্লেখ ছিলো না, এমনকি সুনির্দিষ্ট কোনো বিবরণও ছিলো না।”
উগ্র ডানপন্থী মতাদর্শের আলোকে লেখা দীর্ঘ ও ষড়যন্ত্রপূর্ণ ইশতেহারটির বিষয়বস্তু পড়ে দেখেছেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “ওই ইশতেহারে নৃশংস এ হামলার পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে, যা চরম বিরক্তিকর।”
উল্লেখ্য, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হন ৫০ জন। আহত হন অর্ধশতাধিক। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
Comments