ইউনাইটেডের বিপক্ষে লড়াই আকর্ষণীয় তবে কঠিন: বার্সা কোচ
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এবার শেষ চারে ওঠার লড়াইয়ে সেই দলটির বিপক্ষে খেলতে হবে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। আর তাই স্বাভাবিকভাবেই ম্যাচকে আকর্ষণীয় লড়াই বলে জানালেন দলের কোচ এরনেস্তো ভালভার্দে। তবে নিজেদের জন্য বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে বলেও জানালেন এ কোচ।
হোসে মরিনহোর অধীনে চলতি মৌসুমের শুরুতে বেশ সংগ্রাম করেছে ইউনাইটেড। তবে নতুন কোচ ওলে গানা সুলশারের অধীনে দারুণ খেলছে দলটি। তাদের বিপক্ষে ম্যাচটা কেমন হবে জানতে চাইলে ভালভার্দে বলেন, ‘কঠিন। তবে আমরা জানতাম কোয়ার্টার ফাইনালে যে কোন প্রতিপক্ষই পেতে পারি। সব দলেরই বড় আশা আছে। প্রত্যেকেই যোগ্য হিসেবে যার যার অবস্থানে এসেছে। ’
সর্বশেষ ২০০৯ এবং ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। আর দুইবারই জয় পেয়েছিল বর্তমান ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলার অধীনে খেলা স্প্যানিশ ক্লাবটি। তবে সাম্প্রতিক সময় দলগতভাবে দারুণ খেলা ইউনাইটেডকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন বার্সা কোচ, ‘ইউনাইটেড ইউরোপের ইতিহাসের অন্যতম সফল একটি দল। বিশ্বমানের দল যেমনটা আমরাও। তাই এটা অবশ্যই দারুণ আকর্ষণীয় একটি ড্র তবে অনেক কঠিন। তবে এ মুহূর্তে দলগতভাবে দারুণ একটা দল। একতার গাঁথুনিটা অনেক শক্ত। তাই এটা খুবই উন্মুক্ত একটি ড্র, যে কেউই শেষ চারে যেতে পারে।’
দ্বিতীয় রাউন্ডে নিজেদের মাঠে পিএসজির কাছে ০-২ গোলে হেরেছিল রেড ডেভিলরা। কিন্তু প্রতিপক্ষের মাঠে গিয়ে উল্টো ৩-১ গোলে ম্যাচ জিতে নেয়। তাও ভাঙ্গাচোরা একটা দল নিয়ে। দলের ১০ জন খেলোয়াড় ছিলেন ইনজুরিতে। বাধ্য হয়ে একাডেমির এক ঝাঁক তরুণকে নিয়ে খেলা দলটিই বাজিমাত করে। তাই তাদের বিপক্ষে বেশ সতর্ক ভালভার্দে, ‘তারা পিএসজির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে দারুণ করেছে। তাই অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। তারা হাল ছেড়ে দেয় না। (পিএসজির বিপক্ষে) তাদের অনেক ইনজুরি সমস্যা ছিল, যেটা হয়তো আমাদের বিপক্ষে থাকবে না। এটা তাদের বাড়তি আত্মবিশ্বাস দিবে।’
তবে দারুণ ছন্দে আছে বার্সেলোনাও। দ্বিতীয় রাউন্ডে অলিম্পিক লিঁওর বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য করেছিল তারা। তবে নিজেদের মাঠে ৫-১ গোলে তাদের উড়িয়ে দিয়েই শেষ আটে নাম লেখায় দলটি। এছাড়া লালিগাতেও দারুণ খেলছে তারা। এর মধ্যেই শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছে কাতালান ক্লাবটি।
Comments