১৮টি পরিবেশনায় ‘পরিবর্তন’

বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর ৩৩তম পর্ব প্রচারিত হবে আজ (১৭ মার্চ) রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
Paribartan
দিনাত জাহান মুন্নি ও আনজাম মাসুদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর ৩৩তম পর্ব প্রচারিত হবে আজ (১৭ মার্চ) রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

‘পরিবর্তন’ এর পরিকল্পনা গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় আনজাম মাসুদ।

এবারের পর্বটা সাজানো হয়েছে মোট ১৮টি পরিবেশনা দিয়ে। স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে।

থাকছে নতুন তিনটি গান। সুজন আরিফের সুর ও সংগীতে গাইবেন শিল্পী বিন্দু কণা। গীতিকবি আব্দুল মোতালেব এর কথায় বাসুদেব ঘোষের সুর ও সংগীতে গাইবেন দিনাত জাহান মুন্নি।

সুজন আরিফের সুর ও সংগীত দেশের গান গাইবেন শামীম হাসান, অন্তর রহমান, বন্যা তালুকদার এবং চিত্রা।

ফাহমিদা নবী ও আরফিন রুমির গাওয়া দুটি দেশাত্মবোধক গানের অংশ বিশেষের সাথে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন সোহেল রহমান ও লাবণ্য।

‘পরিবর্তন’ প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago