‘নতুন করে ঘুরে দাঁড়াবার সাহস পেয়েছি’
টানা ১০ দিনে ১০টি নতুন গান প্রকাশ করে শ্রোতাদের চমকে দিয়েছেন আরফিন রুমি। প্রতিটি গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
নিজের ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশ করেছেন তিনি। এর আগে এতো অল্প সময়ে এতোগুলো গান অন্য কোনো শিল্পী প্রকাশ করেননি। তাই এটি রুমির শ্রোতা-দর্শকদের জন্য বড় একটা পাওয়া বলে মনে করছেন অনেকেই।
গত ৫ মার্চ থেকে শেষ ১৪ মার্চ পর্যন্ত প্রকাশিত গানগুলো হলো- ‘তবু তোমাকে চাই’, ‘কে যে সে’, ‘ঋণী’, ‘টুকরা টুকরা টুকরা’, ‘এলোমেলো’, ‘জানো কি’, ‘এই যে শোনো’, ‘তুমি কার আমি কার’, ‘কথা দাও’ এবং ‘ও দয়াল নবী’।
আরফিন রুমি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সম্প্রতি, অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম। সেখানে গিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছি। দেশে ফিরেই কাজ শুরু করি। গান লেখা-সুর-সংগীতায়োজন করে প্রতিদিন একটি গান প্রকাশ করা সহজ কাজ নয়। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই চ্যালেঞ্জ নিজের সঙ্গে নিজের।”
“এভাবে ঠিক কতোদিন চালাবো সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি,” উল্লেখ করে তিনি আরও বলেন, “তবে গানে আবার পুরোদমে ফিরে আসতে চাই।”
“এখন ভিডিওর সময়, তবুও আমি এখনও অডিওতেই ভরসা খুঁজছি। বিশ্বাস করি ভালো গান হলে শ্রোতারা সেটি শুনবেনই,” যোগ করেন ‘ভালোবাসার পরশ’-খ্যাত শিল্পী।
Comments