‘সন্দেহজনক বস্তু’ থাকায় ডানেডিন বিমানবন্দর বন্ধ

নিউজিল্যান্ডের ডানেডিন বিমানবন্দরে সন্দেহজনক একটি প্যাকেট পাওয়া যাওয়ায় সেখানে উড়োজাহাজ ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ডানেডিন বিমানবন্দর। এএফপি ফাইল ছবি

নিউজিল্যান্ডের ডানেডিন বিমানবন্দরে সন্দেহজনক একটি প্যাকেট পাওয়া যাওয়ায় সেখানে উড়োজাহাজ ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ বলেছে, “বিমানবন্দরটি এখন বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে ও বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। সন্দেহজনক প্যাকেটটি তারা পরীক্ষা করে দেখছেন।”

ক্রাইস্টচার্চে গত শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হওয়ার ঘটনার পর থেকে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে নিউজিল্যান্ডজুড়ে। ধারণা করা হচ্ছে হামলাকারী ব্যক্তিটি ডানেডিন শহরেও অবস্থান করেছিলেন।

ডানেডিন বিমানবন্দরে থাকা এয়ার নিউজিল্যান্ডের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, টার্মিনাল ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি।

সন্ধ্যায় এই ঘটনার সময়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটিতে মাত্র কয়েকটি ফ্লাইট নামার কথা ছিল। ওয়েলিংটন থেকে ডানেডিন অভিমুখী এয়ার নিউজিল্যান্ডের একটি ফ্লাইট ইতিমধ্যে ওয়েলিংটনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের পরিবহন সংস্থা বলেছে, ডানেডিন বিমানবন্দরে যাওয়ার রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments