উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলছে
দেশের বিভিন্ন জেলায় ১১৬ উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আজ (১৮ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়া তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
যেসব উপজেলায় ভোটগ্রহণ চলছে যেসব উপজেলায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী এলাকায় যানচলাচল নিয়ন্ত্রিত রাখা হয়েছে।
নির্বাচন উপলক্ষে সেসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সংবাদ সংস্থা বাসস জানায়, ইসির তথ্য অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে লড়ছেন ১ হাজার ৩১০ জন প্রার্থী।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ৩৭৭ জন, ভাইসচেয়ারম্যান পদে ৫৩৯ জন এবং নারী ভাইসচেয়ারম্যান পদে ৩৯৪ জন।
এসব উপজেলায় মোট ভোটকেন্দ্র ৭০৩৯টি, ভোটার ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন।
আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপের, ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোট হবে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।
দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ জন চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান ও নারী ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে ইসি। সেলের সদস্যরা নির্বাচনের এক দিন আগে থেকে পরের দিন পর্যন্ত ইসিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবহিত করার পাশাপাশি নির্বাচন সামগ্রী তদারকি করবেন।
Comments