প্রয়াত হলেন অভিনেতা চিন্ময় রায়
প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়। ৭৯ বছরে তার মৃত্যুতে গভীর শোকাহত বাংলা চলচ্চিত্র মহল।
গতকাল (১৭ মার্চ) ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় বিধাননগরের সল্টলেকে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন চিন্ময়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
সম্প্রতি বাড়ির দোতলা থেকে পা পিছলে পড়ে গিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। এরপর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে।
চিন্ময় রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়সহ টালিগঞ্জের সিনিয়র শিল্পী ও কলাকুশলীরা।
প্রয়াতের পরিবার সূত্রের খবর, আজ (১৮ মার্চ) সকালে তার দেহ নিয়ে যাওয়া হবে গল্ফগ্রীণে, যে বাড়িতে তিনি আগে থাকতেন। সেখান থেকে নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ ফিল্মপাড়া। তারপর নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হবে।
১৯৪০ সালে অবিভক্ত বাংলার কুমিল্লায় জন্মেছিলেন চিন্ময় রায়। তার অভিনীত ছবির মধ্যে ‘চারমূর্তি’, ‘বসন্তবিলাপ’, ‘ননীগোপালের বিয়ে’, ‘গল্প হলেও সত্যি’ উল্লেখযোগ্য।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রম্য অভিনেতা হিসেবে তার নাম স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করেন হাজার ভক্ত-অনুরাগী।
Comments