রোনালদো না খেলায় টিকেটের টাকা ফেরত চাইলেন সমর্থকরা
গাঁটের টাকা খরচ করে হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর খেলা দেখতে এসেছে সমর্থকরা। কিন্তু মাঠে ঢুকে যদি তাকে স্কোয়াডেই না দেখেন তাহলে হতাশ হওয়ারই কথা। কিন্তু তাই বলে প্রতিপক্ষ শিবির। অবিশ্বাস্য হলেও সত্যি জুভেন্টাস নয়, জেনোয়ার সমর্থকরা রোনালদোকে একাদশে না দেখে ম্যাচের টিকেটের মূল্য ফেরত চেয়েছেন। এমন সংবাদই প্রকাশ করেছে জনপ্রিয় ইতালিয়ান সংবাদ মাধ্যম কোরিয়েরে দেল্লা সেরা।
কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে জুভেন্টাস। আর তার পুরোটাই সম্ভব হয়েছে রোনালদোর কারণে। দারুণ এক হ্যাটট্রিক করেছেন তিনি। তার হ্যাটট্রিকেই অ্যাতলেটিকোকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। কেটে নিয়েছে কোয়ার্টার ফাইনালের টিকেট। এমন কীর্তির পর ধকল পোহাতে রোনালদোকে বিশ্রাম দিয়েছেন কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি।
কিন্তু রোনালদোকে বিশ্রাম দেওয়ায় তার খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছে জেনোয়ার সমর্থকরা। ঘরের মাঠে তারা রোনালদোকে অ্যাকশনে দেখতে চেয়েছিলেন। আর এ কারণেই মাঠ ছিল পরিপূর্ণ। কিন্তু রোনালদো না খেলায় হতাশ হয়ে টিকেটের টাকা ফেরত চেয়েছেন তারা। মূলত আগের দিন যারা টিকেট কিনেছিলেন তারাই টাকা ফেরতের স্লোগান তুলেছেন। তখনও ম্যাচের স্কোয়াড ঘোষণা করেননি আলেগ্রি।
তবে দিন শেষে হাসি মুখেই মাঠ ছেড়েছে জেনোয়ার সমর্থকরা। কারণ জুভেন্টাসের বিপক্ষে আগের দিন দারুণ জয় পেয়েছে তাদের দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় দলটি। ফলে সিরিএতে ৩১ ম্যাচ পর হারের স্বাদ পেল জুভেন্টাস। চলতি আসরেও আগের ২৮ ম্যাচে অপরাজিত ছিল তারা।
Comments