মিয়ানমারের কারাগার থেকে ফিরছে ৪ বাংলাদেশি
মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা চার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল মিয়ানমারে যাচ্ছে।
আগামী বুধবার (২০ মার্চ) সকাল ১১টায় টেকনাফ থেকে বিজিবি- ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দারের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল মিয়ানমার যাবে বলে তিনি নিজে নিশ্চিত করেছেন।
শরীফুল ইসলাম জানান, আগামী বুধবার সকালে তার নেতৃত্বে ১১ সদস্যের বিজিবি দলটি স্পিডবোটে করে টেকনাফে নাফনদীর বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট থেকে মিয়ানমার যাবে। মিয়ানমারের মংডু ১নং এন্ট্রি পয়েন্ট ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট অভিবাসন কেন্দ্রে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মিয়ানমারের মংডু অভিবাসন বিভাগের কর্মকর্তা হটেন লিনেনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। বৈঠক শেষে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা চার বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করা হবে।
বিভিন্ন সময়ে মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই চার জনকে আটক করেছিল মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, এ প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধি।
Comments