ইনজুরিতে সুয়ারেজ

মেসিময় ম্যাচে আগের দিন দুর্দান্ত খেলেছেন লুইস সুয়ারেজও। মাঝ মাঠ থেকে কাটিয়ে একক নৈপুণ্যে দারুণ এক গোল দিয়েছেন তিনি। কিন্তু ম্যাচ শেষেই শুনতে হয়েছে বড় দুঃসংবাদ। ডান পায়ের গোড়ালি মচকে গিয়েছে এ উরুগুইয়ান ফরোয়ার্ডের। ফলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া তৈরি হয়েছে বড় শঙ্কা।
ছবি: রয়টার্স

মেসিময় ম্যাচে আগের দিন দুর্দান্ত খেলেছেন লুইস সুয়ারেজও। মাঝ মাঠ থেকে কাটিয়ে একক নৈপুণ্যে দারুণ এক গোল দিয়েছেন তিনি। কিন্তু ম্যাচ শেষেই শুনতে হয়েছে বড় দুঃসংবাদ। ডান পায়ের গোড়ালি মচকে গিয়েছে এ উরুগুইয়ান ফরোয়ার্ডের। ফলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া তৈরি হয়েছে বড় শঙ্কা।

এক টুইটার বিবৃতিতে সুয়ারেজের গোড়ালি মচকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। সোমবার তার পায়ের পরীক্ষা করা হবে বলেও জানায় তারা, ‘লুইস সুয়ারেজের ডানপায়ের গোড়ালি মচকে গিয়েছে। আগামীকাল এর পরীক্ষা শেষে জানা যাবে ইনজুরির পরিস্থিতি কতটা ভয়াবহ।’

রিয়াল বেতিসের বিপক্ষে আগের দিন দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ৪-১ গোলের জয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ম্যাচে মেসিকে দারুণ সমর্থন দিয়েছেন সুয়ারেজ। নিজের সেরা ছন্দে না থাকলেও এর মধ্যেই লিগে ১৮টি গোল দিয়েছেন তিনি। তাই ইউনাইটেডের বিপক্ষে তাকে না পাওয়া বেশ বড়সড় ধাক্কাই হবে ক্লাবটির জন্য।

এছাড়াও আগামী সপ্তাহে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার কথা সুয়ারেজের। শারীরিক পরীক্ষার পরই জানা যাবে সেখানে খেলতে পারবেন কি না তিনি। আর আগামী ১০ এপ্রিল ওল্ড ট্রাফোর্ডে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে বার্সেলোনা। এর আগে আগামী শনিবার ঘরের মাঠে এস্পানিওল, ৩ এপ্রিল ভিয়ারিয়ালের মাঠে অ্যাওয়ে ম্যাচ এবং ৭ এপ্রিল ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে দলটি।

এদিকে ইনজুরিতে আছেন দলের আরেক নির্ভরযোগ্য তারকা ওসমান দেম্বেলেও। অলিম্পিক লিঁওর বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে টান লেগে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ফরাসীকে। তাই চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াইয়ের আগে দুশ্চিন্তার ভাঁজ বেড়েছে কোচ এরনেস্তো ভালভার্দের।

Comments