আবাহনীর হয়ে নামছেন সৌম্য
ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার ট্রমা কাটাতে ক্রিকেটারদের পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। তবে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য সেই বিশ্রাম খুব একটা নিলেন না কয়েকজন ক্রিকেটার। সোমবার সৌম্য সরকার যোগ দিয়েছেন আবাহনী অনুশীলনে। মঙ্গলবার চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতেও নামার কথা তার।
এবার প্রিমিয়ার লিগে প্লেয়ার্স ড্রাফট থেকে সৌম্যকে দলে নিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু অদল বদলের সুযোগ নিয়ে তাকে দলে নিয়ে নিয়েছে আবাহনী লিমিটেড। ক্রাইস্টচার্চ থেকে দেশে ফেরার একদিন পরই আবাহনীর অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি।
সোমবার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন সৌম্য। কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে অনুশীলনে ছিলেন মাশরাফি মর্তুজাও।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ড। এদিন ফতুল্লায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে খেলবে শাইনপুকুর। মিরপুরে লিজেন্ড অব রূপগঞ্জের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর বিকেএসপি লড়বে শেখ জামাল ধানমন্ডি ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সৌম্য নামলেও শেখ জামালের হয়ে এখনি মাঠে নামছেন না মাহমুদউল্লাহ। আরও কদিন বিশ্রামের পর তার মাঠে নামার কথা।
এবার ড্রাফট থেকে লিটন দাসকে দলে নিয়েছিল মোহামেডান। ক্রাইস্টচার্চ থেকে ফেরার পর ছুটি নিয়ে লিটন গিয়েছেন দিনাজপুরে। সেখান থেকে ফিরে ২২ মার্চ থেকে তার মাঠে নামার কথা। প্রিমিয়ার লিগে এবার পুরোপুরি বিশ্রাম চেয়ে ড্রাফটে নিজেদের অন্তর্ভুক্ত করেননি মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ইনজুরি, আইপিএল খেলার সম্ভাবনায় ড্রাফটে ছিলেন না সাকিব আল হাসানও। তবে ম্যাচ ফিটনেস আনতে সাকিব চেয়েছিলেন প্রিমিয়ার লিগে দু'একটা ম্যাচ খেলতে। ড্রাফটে না থাকায় তাকে কোন দলে রাখতে রাজি হয়নি সিসিডিএম। বোর্ড প্রধান জানিয়েছেন চাইলেও সাকিবের এবার প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা নেই।
Comments