নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জিতল আফগানিস্তান

নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন আফগানিস্তান আর আয়ারল্যান্ডে। ইতিহাস গড়ার হাতছানি ছিল দু'দলেরই। সেই ইতিহাস আগে স্পর্শ করল আফগানরা। আইরিশদের দাপটের সঙ্গে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা।
Afganistan
ছবি: এএফপি

নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন আফগানিস্তান আর আয়ারল্যান্ডে। ইতিহাস গড়ার হাতছানি ছিল দু'দলেরই। সেই ইতিহাস আগে স্পর্শ করল আফগানরা। আইরিশদের দাপটের সঙ্গে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা। 

সোমবার ভারতের দেরাদুনে আফগানিস্তানের সামনে ছিল ১৪৭ রানের ছোট লক্ষ্য। রহমত শাহ আর ইহসানুল্লাহ ফিফটিতেই তা পেরিয়ে ৮ উইকেটে জিতেছে তারা। এর আগে নিজেদের অভিষেক টেস্টে ভারতের কাছে উড়ে যায় আফগানরা। আর পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে দারুণ লড়াই করে আইরিশরা। 

রাজীব গান্ধী স্টেডিয়ামে আগের দিনের  ১ উইকেটে ২৯ রান দিয়ে শুরু করে এদিন আর একটাই উইকেট হারায় আফগানিস্তান। অনায়াসে নিয়ে নেয় বাকি ১১৮ রান। 

আফগানিস্তানকে মূলত দ্বিতীয় ইনিংসের স্পিন ভেল্কিতে খেলায় আনেন তাদের সেরা তারকা রশিদ খান। আইরিশদের ২৮৮ রান্র গুটিয়ে দিয়ে নেন ৫ উইকেট। তাতে লক্ষ্যটা থাকে সহজ। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৭২ রান করতে পারে আয়ারল্যান্ড। আফগানিস্তান তাদের প্রথম ইনিংস করে ৩১৪ রান। দুই ইনিংসেই ফিফটি করে ঐতিহাসিক জয়ে ম্যাচ সেরা হয়েছেন রহমত শাহ। 

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড প্রথম ইনিংস
: ১৭২

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩১৪

আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৮৮

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ১৪৭) (আগের দিন শেষে ২৯/১) ৪৭.৫ ওভারে ১৪৯/৩ (ইহসানউল্লাহ ৬৫*, রহমত ৭৬, নবি ১, শাহিদি ৪*; ডকরেল ০/৫৮, ম্যাকব্রায়ান ১/৩৫, ক্যামেরন-ডাউ ১/২৪, মারটাঘ ০/১৫, টম্পসন ০/৯, বালবার্নি ০/৮)

ফল: আফগানিস্তান ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রহমত শাহ

Comments

The Daily Star  | English

Harris goes on offense against Trump in combative debate

A former prosecutor, Harris, 59, appeared to get under the former president's skin with a series of sharp attacks, prompting a visibly angry Trump to deliver a stream of falsehood-filled retorts.

2h ago