রাঙ্গামাটিতে গুলিতে প্রিজাইডিং অফিসারসহ নিহত ৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুষ্কৃতিকারীদের গুলিতে ছয় জন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার এই ঘটনায় নিহতদের মধ্যে একজন প্রিজাইডিং কর্মকর্তাও রয়েছেন।
নিহত প্রিজাইডিং কর্মকর্তার নাম আব্দুল হান্নান আরব।
রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে জানান, উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে উপজেলা সদরে ফেরার পথে নয় মাইল এলাকায় তাদের ওপর গুলি চালানো হয়।
Comments