গুলশানে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।
bup student
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার উপপরিদর্শক সিনথিয়া আক্তার জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে আবরার আহমেদ নামের ওই শিক্ষার্থী রাস্তা পার হতে গেলে সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করেছে। বাসটিকে জব্দ করা হয়েছে।

এ ঘটনার খবর শুনে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে রাস্তা অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago