রাঙ্গামাটিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা গুলিতে নিহত
রাঙ্গামাটিতে উপজেলা নির্বাচনের দিন সাতজনকে হত্যার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে আলিক্ষ্যং এলাকায় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঙ্গচঙ্গ্যাকে পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা করা হয়।
রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকালে তিনি (সুরেশ) পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে বিলাইছড়ি আসছিলেন। এসময় নদীতে চলাবস্থাতেই নৌকাটি থামিয়ে পরিবারের সদস্যদের সামনে তাকে গুলি করা হয়।
তবে, এ ঘটনায় সুরেশের পরিবারের অন্য কোনো সদস্য আহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
এখন পর্যন্ত কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এমনকি এর পেছনে কোনো গ্রুপ জড়িত রয়েছে কিনা সেটিও নিশ্চিত করতে পারছে না পুলিশ।
এর আগে, গতকাল সন্ধ্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনের দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফেরার পথে দুষ্কৃতিকারীদের গুলিতে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একজন করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও দুজন আনসার সদস্য রয়েছেন।
Comments