আর্জেন্টিনা দলের অনুশীলনে ফিরলেন মেসি
রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জাতীয় দলের হয়ে খেলা হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। আট মাস পর আবার জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক। এর মধ্যেই দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। রিয়াল মাদ্রিদের অনুশীলন গ্রাউন্ডে আগের দিন আন্তর্জাতিক সতীর্থদের সঙ্গে সোমবার প্রথম দিন অনুশীলনটা সেরে নিয়েছেন ৩১ বছর বয়সী এ ক্ষুদে জাদুকর।
অনুশীলন রয়েছে মঙ্গলবারও। দুই সেশনে অনুশীলন করবে লিওনেল স্কলোনির দল। প্রথম ধাপে সকালে এরপর বিকেলে। দুই সেশনের যে কোন এক সেশনে মেসি অনুশীলন করবেন বলে জানিয়েছে আর্জেন্টাইন গনমধ্যমগুলো।
চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে মেসি। টানা খেলেও চলেছেন তিনি। দুদিন আগেই বার্সেলোনার হয়ে রিয়াল বেতিসের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন। ক্লাবের খেলায় দু সপ্তাহের বিরতি থাকলেও বিশ্রামের সুযোগ মিলছে না তার। পরের দিনই ছুটতে হয়েছে মাদ্রিদের পথে। ওয়ান্দা মেত্রোপলিতন স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে তিনদিন পরই আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি।
রাশিয়া বিশ্বকাপের পর গত আট মাসে মেসিকে ছাড়া ছয়টি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। একটিতে ড্র এবং অপর একটি ম্যাচ হারলেও জিতেছে চারটি ম্যাচে। কিন্তু মেসিকে ছাড়া যেন দলটি ছিল আধুরাই। কবে ফিরবেন এ নিয়েও তেমন কোন আশার বানী মিলছিল না। তবে কোপা অ্যামেরিকাকে সামনে রেখেই ভেনেজুয়েলার বিপক্ষে ফিরছেন মেসি। মেসির সঙ্গে আলোচনা করেই গত দিন দশেক আগে স্কোয়াড ঘোষণা করেন কোচ স্কলোনি।
মেসি ফিরলেও এদিকে ইনজুরির কারণে দলের সেরা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে পাচ্ছে না আর্জেন্টিনা। এফএ কাপের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন তিনি।
আগামী শুক্রবার (২২ মার্চ) ভেনেজুয়েলার মোকাবেলা করবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ২৭ মার্চ রাবাতে প্রিন্স আব্দুল্লাহ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে দলটি।
Comments