ফ্রিকিকে কার্লোস-রোনালদিনহো-রোনালদোদের চেয়েও ভালো মেসি

ছবি: এএফপি

ফ্রিকিক থেকে প্রায় নিয়মিতই প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষকদের বোকা বানাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জাদুকরী সব ফ্রিকিকে অনেক আগেই সাবেক সতীর্থ রোনালদিনহোকে পেছনে ফেলেছেন তিনি। পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদের রবার্তো কার্লোস ও ক্রিস্তিয়ানো রোনালদোকেও। শুধু গোল সংখ্যায় নয়, পরিসংখ্যান বলছে গড়েও অনেক এগিয়ে এ আর্জেন্টাইন জাদুকর।

দুদিন আগে রিয়াল বেতিসের বিপক্ষে ২০ গজ দূর থেকে নেওয়া ফ্রিকিকে বুলেট শটে গোলরক্ষককে পরাজিত করেছেন মেসি। এরপর আরও একবার মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা চলছে। ঘাটাঘাটি হচ্ছে নানা ধরণের পরিসংখ্যান। কীভাবে ফ্রিকিক নেন মেসি কিংবা কোন খেলোয়াড় কেমন ভাবে নিতেন, এ নিয়েও আলোচনা কম নয়।

লালিগায় মোট ৩৩০টি ফ্রিকিক নিয়েছেন মেসি। তার মধ্যে গোল দিয়েছেন ২৮টি। সাফল্যের হার ৮.৫ শতাংশ। তার সাবেক প্রতিদ্বন্দ্বী রোনালদো ৩১০ বারের চেষ্টায় গোল দিয়েছেন ১৯টি। সাফল্যের হার ৬.১ শতাংশ। রিয়াল মাদ্রিদের আরেক কিংবদন্তি কার্লোস ৪.২ শতাংশ সাফল্য নিয়ে ৩৮২ বারের চেষ্টায় লক্ষ্যভেদ করেছেন ১৬ বার। তবে মেসির সাবেক সতীর্থ রোনালদিনহো অবশ্য অনেকটাই এগিয়ে। তার সাফল্যের হার ৭.৩ শতাংশ। ২০৫ বার শট নিয়ে গোল দিয়েছেন ১৫টি।

ক্যারিয়ারে সব মিলিয়ে ৪৫টি গোল সরাসরি ফ্রিকিক থেকে দিয়েছেন মেসি। ২০১১/১২ সাল থেকে এ পরিসংখ্যানে তার ধারে কাছে নেই কেউ। গত আট মৌসুমে ফ্রিকিক থেকে মেসির গোলসংখ্যা ২৫টি। এ সময়ে পুরো রিয়াল মাদ্রিদ ক্লাব গোল দিয়েছে ২৪টি। অলিম্পিক লিঁও ২২টি ও এএস রোমা ২১টি এবং লিভারপুল ১৯টি গোল দিয়েছে। একমাত্র জুভেন্টাস মেসির চেয়ে বেশি গোল করতে পেরেছে। গত আট মৌসুমে তাদের গোলসংখ্যা ২৯টি।

তবে সব মিলিয়ে রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন মেসি। ফ্রিকিক থেকে মোট ৫৬টি গোল পেয়েছেন এ পর্তুগিজ তারকা। আরেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ৬২টি ও ইংলিশ তারকা ডেভিড ব্যাকহাম ৬৫টি গোল দিয়েছেন। এছাড়া তিন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ৬৬টি, জুনিনহো ৭৬টি এবং জিকো সর্বোচ্চ ১০১টি ফ্রিকিক থেকে গোল দিয়েছেন।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

2h ago