‘মেসি-রোনালদোর চেয়েও মূল্যবান এমবাপে’

ছবি: এএফপি

বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় কে? এ নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো বিতর্কে মেতে উঠবেন সবাই। তবে সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলছেন ভিন্ন কথা। তার বিশ্বাস এখনই এ দুই তারকাকে ছাড়িয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসী তরুণ কিলিয়ান এমবাপে।

বিইন স্পোর্টসের আয়োজনে পিএসজির তরুণকে নিয়ে আলোচনায় এ কথা বলছেন মরিনহো। আলোচনা ছিল আগামী পাঁচ থেকে ১০ বছর পর কোথায় অবস্থান করবেন এমবাপে। এ নিয়ে বিইনের বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছিলেন মরিনহো। উপস্থিত ছিল সমর্থকরাও। এ প্রসঙ্গে নিজের মত জানিয়ে মরিনহো বলেন, ‘তার যে সব গুণাবলী আছে তাতে একটি প্রকল্পিত ট্রান্সফারে সে অবশ্যই বর্তমান সময়ের সবচেয়ে দামী খেলোয়াড়। সে অবিশ্বাস্য। এই একটা শব্দই অনেক। এটাই সব কিছু বুঝিয়ে দেয়।’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ইতিহাসের সর্বোচ্চ দামী খেলোয়াড় হবেন বলে বিশ্বাস করেন মরিনহো, ‘যদি ভবিষ্যতের কথা ওঠে এমবাপের মতো একজন খেলোয়াড়কে নিয়ে পাঁচ কিংবা ১০ বছর পর কি হবে এসব ভাবতে হবে না। আপনি বর্তমানেই ফোকাস করেন। সে এখনই দুর্দান্ত। আমার মনে হয় তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে মেসি ও রোনালদোকেও ছাড়িয়ে যাবে। রোনালদোর যে বয়স, মেসি এখন ৩০ এর বেশি, নেইমারের ২৭... আপনি যখন বাজারে যাবেন বয়সও একটা ফ্যাক্টর। আমার মনে হয় সে বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।’

বয়স মাত্র ২০ এমবাপের। এর মধ্যেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। পেয়েছেন ভবিষ্যৎ তারকার খ্যাতি। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলছেন এ তরুণ। ইনজুরিতে পড়া নেইমার ও কাভানিকে ছাড়া দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন। লিগে গোলও এরমধ্যে করে ফেলেছেন ২৬টি। ইউরোপিয়ান দলগুলোতে তার চেয়ে বেশি গোল দিয়েছেন কেবল বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (২৯টি)।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

1h ago