এনামুল-ঈশ্বরণের সেঞ্চুরি, আরিফুলের ঝড়

Abhimanyu  Easwaran

রূপগঞ্জের বিপক্ষে আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন। এবার শেখ জামালের বিপক্ষে একই রূপে দেখা দিলেন এনামুল হক বিজয়। তার সঙ্গে ব্যাট করে আরেক দ্রুত সেঞ্চুরি করেন ভারতীয় অভিমন্যু ঈশরনও, শেষ দিকে ঝড় তুলেন আরিফুল হক। তাদের ব্যাটে রান পাহাড়ে চড়ে জিতেছে প্রাইম ব্যাংক। 

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে বিকেএসপিতে হয়েছে রান বন্যা। এনামুল আর ঈশ্বরণের ব্যাটে আগে ব্যাট করে ৩৪৪ রান করে প্রাইম ব্যাংক। জবাবে শেখ জামাল ৪ উইকেটে ২০৬ রান করার পর নামে বৃষ্টি। আর খেলা না হওয়ায় ডি/এল মেথডে ২৯ রানে জিতেছে প্রাইম ব্যাংক। 

বিকেএসপির ব্যাটিং বান্ধব উইকেটে সকালে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাট করতে পাঠান নুরুল হাসান। কিন্তু ভুলই যেন করেন তিনি। শুরুতে রুবেল মিয়া ফিরলেও এনামুল-ঈশ্বরণ বাকিটা সময় তছনছ করে দেন শেখ জামালের বোলারদের। 

দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১৯৪ রানের জুটি। ১২০ বলে ১০১ রান করে এনামুলের আউটে ভাঙে এই জুটি। এনামুল সময় নিয়ে খেললেও উত্তাল ছিল ঈশ্বরণের ব্যাট। ১২৬ বলে ১০ চার আর এক ছক্কায় ১৩৩ করে আউট হন এই ভারতীয়। 

শেষ দিকে নেমে ব্যাটে তাণ্ডব তুলেন আরিফুল। মাত্র ৩২ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৬৭ রান করলে ৩৪৪ রানের পাহাড়ে পৌঁছায় প্রাইম ব্যাংক। 

বিশাল রান তাড়ায় সমুচিত শুরু আনতে পারেনি শেখ জামাল। ৫৯ রানের মধ্যেই ৩ উইকেট খুইয়ে বসে তারা। খানিকক্ষণ চেষ্টা চালিয়েছিলেন নাসির হোসেন। কিন্তু এত বড় পাহাড়ের জবাবে তার ৭৬ বলে ৭৬ রান পর্যাপ্ত ছিল না। অধিনায়ক নুরুল হাসান তবু টিকে ছিলেন। কিন্তু ৩৭.১ ওভারে নামা বৃষ্টির বাগড়ায় পরীক্ষাটা আর দিতে পারেননি তিনি। 

সংক্ষিপ্ত স্কোর: 

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:
৫০ ওভারে ৩৪৪/৬  (এনামুল ১০১, রুবেল ০, ঈশ্বরণ ১৩৩, জাকির ০, আল-আমিন ৮, আরিফুল ৬৭*, অলক ১৬, নাহিদুল ৮*; শহীদুল ১/৬৯, তাইজুল ১/৫৭, সালাউদ্দিন শাকিল ০/৭৬, জিয়াউর ১/৭১, শাহবাজ ০/৩১, নাসির ০/১১) 

শেখ জামাল ধানমন্ডি: ৩৭.১ ওভারে ২০৬/৪ ( ইমতিয়াজ ২৬, ফারদীন ১৭, বিস্ট ৯, নাসির ৭৬, নুরুল ৫৪, তানবীর ১৬  ;  মোহর ০/২৩, মনির ১/২৩, নাহিদুল ২/৫১, রাজ্জাক ১/৫১, আরিফুল ০/২৮, অলক ০/২৪) 

ফল:  প্রাইম ব্যাংক ডি/এল মেথডে ২৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: অভিমন্যু ঈশ্বরণ। 

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

1h ago