মেসিকে পেয়ে আমরা সম্মানিত: আর্জেন্টাইন গোলরক্ষক
লম্বা বিরতি শেষে আবারো জাতীয় দলের ডেরায় লিওনেল মেসি। প্রায় আট মাস পর অনুশীলন করলেন জাতীয় দলের সতীর্থদের সঙ্গে। আর বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সতীর্থরা। এমনকি তাকে জাতীয় দলে ফেরত পেয়ে নিজেদের সম্মানিত মনে করছেন গোলরক্ষক হুয়ান মুসসো।
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি মেসি। ভেনেজুয়েলা ও মরক্কোর সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে লক্ষ্য রেখে আবারো ফিরলেন আর্জেন্টাইন অধিনায়ক। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছেন। অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে কদিন আগেই ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক করেছেন। তার ফেরায় উচ্ছ্বাস গোপন করতে পারেননি উদিনেসের গোলরক্ষক মুসসো।
জাতীয় দলে প্রথম বারের মতো জায়গা পেয়ে দারুণ উচ্ছ্বসিত মুসসো। তার চেয়েও বেশি উচ্ছ্বসিত প্রথমবারেই মেসিকে সতীর্থ হিসেবে পেয়ে, ‘আমরা খুবই খুশি। সে আমাদের বাকী আট দশটা খেলোয়াড়ের মতোই আমাদের সঙ্গে অনুশীলন করেছে। তার জাতীয় দলে ফেরা আমাদের জন্য সম্মানের। আশা করি আমরা সবাই মিলে দারুণ কিছু করে ভালো ভালো ফলাফল নিয়ে যেমনটা আমরা চাই।’
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৬৫টি গোল দিয়েছেন মেসি। চলতি মৌসুমে লালিগায় গোল দিয়েছেন ২৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ৩৯টি। ৩১ বছর বয়সী এ তারকা শেষ তিন ম্যাচে গোল দিয়েছেন ছয়টি। জাতীয় দলের হয়ে শেষ গোলটি দিয়েছিলেন রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে।
মেসিকে ছাড়া এর মধ্যেই ছয়টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মধ্যে গুয়েতেমালা, ইরাক এবং মেক্সিকোর বিপক্ষে দুইবার জয় পেয়েছে দলটি। তবে কলোম্বিয়ার সঙ্গে ড্র এবং ব্রাজিলের কাছে ০-১ গোলের ব্যবধানে হার দেখেছে তারা।
Comments