ভারতের কাছে হেরে সাফ গেমস থেকে বিদায় বাংলাদেশের
ভারতের বিপক্ষে এর আগে কখনোই জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। নতুন কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিল দলটি। কিন্তু লড়াইটাই ঠিকভাবে করতে পারেনি তারা। বর্তমান চ্যাম্পিয়নদের কাছে বড় ব্যবধানেই হেরেছে গোলাম রাব্বানি ছোটনের দল। ৪-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে দলটি।
বুধবার নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল খেয়ে বসে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে হজম করে আরও একটি গোল। দিনের অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নেপাল। আগামী শুক্রবার ফাইনালে নেপালের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভারত।
ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় ভারত। কর্নার থেকে উড়ে আসা বলে ঠিকভাবে ঠেকাতে পারেননি গোলরক্ষক রুপনা। জটলায় বল পেয়ে যান দালিমা। আলতো টোকায় বল জালে জড়ান তিনি। পাঁচ মিনিট পরই ব্যবধান বাড়ায় ভারত। পাল্টা আক্রমণ থেকে মাঝ মাঠ থেকে বাড়ানো বল সাঞ্জু নিয়ন্ত্রণে নিয়ে পাস দেন ইন্দুমাতিকে। অরক্ষিত অবস্থায় বল পেয়ে দেখে শুনে আলতো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৩৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় ভারত। ডান প্রান্ত থেকে একেবারে ফাঁকায় দাঁড়ানো ইন্দুমাতিকে ক্রস দেন সান্দিয়া। বল ধরে তা জালে জড়াতে কোন ভুল করেননি এ ফরোয়ার্ড। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে বেশ গোছানো ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। বেশ কিছু আক্রমণও করেছিল। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়েই খেই হারায় তারা। উল্টো ম্যাচের যোগ করা শেষ পেরেকটি ঠুকে দেন অদিতি চৌহান।
অথচ এদিন সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার ও সানজিদা খাতুন চার ফরোয়ার্ডকে নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা মিলেনি তাদের। দ্বিতীয়ার্ধে মার্জিয়া, মিশরাত জাহান মৌসুমী ও নিলুফা ইয়াসমিন নীলাকে নামিয়েও কাজ হয়নি। বাংলাদেশের বিপক্ষে জয়যাত্রা ধরে রাখে ভারত।
Comments