খেলাঘরকে জেতালেন রবিউল, অঙ্কন
নামে ভারে দুদলই পেছনের সারির। তবে আগের মৌসুমে খেলায় অভিজ্ঞতায় খানিকটা এগিয়ে ছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মাঠের খেলাতেও দেখা গেছে তাদের এগিয়ে থাকার প্রমাণ। রবিউল ইসলাম আর মাহিদুল ইসলাম অঙ্কের ব্যাটে পাওয়া অল্প পূঁজি নিয়েও বিকেএসপিকে হারিয়েছে তারা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে খেলাঘরের করা ২১২ রানও টপকাতে পারেনি তরুণদের নিয়ে গড়া বিকেএসপি। পুরো ৫০ ওভার খেলে ১৮৯ রানে থেমেছে তারা, হেরেছে ২৭ রানে।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে শুরুতে সাদিকুর রহমানকে হারালেও রবিউল আর অঙ্কন গড়েন দারুণ জুটি। ১২০ রানের জুটিতে ৪৯ করে ফেরেন অঙ্কন। দলের ১৫০ রানে গিয়ে থামেন ৭৫ করা রবিউল। তবে তাদের আউটের পর আর কেউ থিতু হতে না পারায় বড় সংগ্রহ পায়নি খেলাঘর।
সহজ লক্ষ্য পেয়েও বিকেএসপি করতে পারেনি কিছুই। অনেকটা মন্থর খেলে মিডল অর্ডারে শামীম হোসেন করেন ৮৮ বলে ৫৬। বাকি আর কেউ থিতুই হতে পারেননি। কেউ কেউ শুরুটা পেলেও বল নষ্ট করেন প্রচুর। ফলে আর লক্ষ্যের দিকে থাকতে পারেনি তারা। বিকেএসপিকে আটকাতে বল হাতেও ঝলক দেখিয়েছেন রবিউল।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর: ৫০ ওভারে ২১২/৮ (রবিউল ৭৫, অঙ্কন ৪৯; হাসান ৩/৩৩)
বিকেএসপি: ৫০ ওভারে ১৮৯/৯ (শামীম ৫৬, সুমন ২৪*; রবিউল ২/২৮)
Comments