‘রোনালদোকে নিষিদ্ধ করা হবে পাগলামি’

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খাঁদের কিনারা থেকে জুভেন্টাসকে একাই টেনে তুলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর অবিশ্বাস্য জয়ের পর বাঁধভাঙ্গা উদযাপন করে নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। অশালীন উদযাপনের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন এমন গুঞ্জনই চাউর ফুটবল পাড়ায়। আর এমনটা হলে সেটা স্রেফ পাগলামি হবে বলে মনে করেন সতীর্থ ফেদেরিকো বের্নাদেস্কি।
ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খাঁদের কিনারা থেকে জুভেন্টাসকে একাই টেনে তুলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর অবিশ্বাস্য জয়ের পর বাঁধভাঙ্গা উদযাপন করে নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। অশালীন উদযাপনের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন এমন গুঞ্জনই চাউর ফুটবল পাড়ায়। আর এমনটা হলে সেটা স্রেফ পাগলামি হবে বলে মনে করেন সতীর্থ ফেদেরিকো বের্নাদেস্কি।

প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ০-২ গোলে হেরে ফিরেছিল জুভেন্টাস। পরের লেগে নিজেদের মাঠে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে দলটি। ৩-০ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় ইতালির দলটি। ম্যাচের তিনটি গোলই করেন রোনালদো। অবিশ্বাস্য এ কীর্তি গড়ে দিয়াগো সিমিওনিকে অনুকরণ করে উদযাপন করেন এ পর্তুগিজ তারকা। স্বাভাবিকভাবেই বিষয়টি দৃষ্টিকটু লেগেছে সবার। আর এরপরই তদন্তে নেমেছে চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ। দুদিন আগে এক বিবৃতি দিয়েই বিষয়টি জানিয়েছে তারা।

কিন্তু বের্নাদেস্কি এটাকে অন্য একটা উদযাপনের মতোই মনে করছেন, ‘আমার মনে এটা (নিষেধাজ্ঞা) হবে এক ধরণের পাগলামি। আমার মনে এটা সেখানেই শেষ। এটা স্রেফ একটা উদযাপন। একটা অঙ্গভঙ্গি। আমি তাকে দেখেছি খুবই শান্ত এবং রিলাক্স। আসলে আমরা সবাই। আমি নিশ্চিত সবকিছু ঠিক হয়ে যাবে।’

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের দল আয়াক্সের মুখোমুখি হবে জুভেন্টাস। জুভেন্টাসের মতো তারাও দারুণ প্রত্যাবর্তন করে রিয়াল মাদ্রিদকে বিদায় করেছিল দলটি। তাদের বিপক্ষে শুরু থেকেই রোনালদোকে পাবেন বলে আশা করছেন বের্নাদেস্কি, ‘আমরা এক টুকরো ইতিহাস রচনা করেছি। ক্রিস্তিয়ানো একজন খাঁটি চ্যাম্পিয়ন। সে আমাদের অনেক দিয়েছে। তার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সব কারিশমা রয়েছে। তার পাশে থাকা মানে প্রতিদিন আপনি অনেক কিছু শেখার সুযোগ করে দেয়।’

প্রথম লেগে একই রকম উদযাপন করে ২০ হাজার পাউন্ড জরিমানা গুনেছিলেন অ্যাতলেটিকো কোচ সিমিওনিও। তবে রোনালদোর প্রসঙ্গটা কিছুটা হলেও ভিন্ন। যদি অ্যাতলেটিকো মাদ্রিদের সমর্থক কিংবা কোচকে উদ্দেশ্য করে এমনটা করে থাকেন তাহলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন রোনালদো। আর প্রতিশোধমূলক আচরণ প্রমাণ হলে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও হতে পারে তার।

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

20m ago