জলবায়ু নীতিমালায় বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. সালেমুল হক
ডেভিড এটেনবরো এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের পাশাপাশি ‘২০১৯ সালের জলবায়ু নীতিমালায় বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’ তালিকায় এবার নাম উঠে এসেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক ড. সালেমুল হকের।
গতরাতে অ্যাপলিটিকালের অফিশিয়াল সাইটে এই ঘোষণা দেওয়া হয়। অ্যাপলিটিকাল সরকারের জন্য একটি বৈশ্বিক নেটওয়ার্ক যা সরকারি কর্মকর্তাদের কঠিন চ্যালেঞ্জগুলোকে সমাধানের জন্য বিভিন্ন ধারণা, মানুষ এবং অংশীদারদের খুঁজে পেতে সহায়তা করে।
ড. সালেমুল হক একজন বাংলাদেশি বিজ্ঞানী এবং পরিবেশ ও উন্নয়ন নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে গঠিত আন্তঃসরকার প্যানেলের প্রধান লেখক। এ বিষয়ে তার লেখিত অনেক প্রতিবেদন এবং নিবন্ধ প্রকাশিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অভিযোজন বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ তিনি বার্টনি পুরষ্কারে ভূষিত হয়েছেন।
জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলা সংক্রান্ত ড. সালেমুল হকের বহু নিবন্ধ দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে।
Comments