বিয়ের ধুম পড়েছে ক্রিকেটারদের

কদিন আগে একদম ঘরোয়া পরিবেশে আকদ সেরে নিয়েছিলেন সাব্বির রহমান। গণমাধ্যমে এই বিষয়ে কিছুই বলতে চাননি তিনি। একই তরিকা নিয়েছেন মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজও। বেশ রাখঢাক করেই সারছেন কবুল বলার কাজ। বিয়ে করছেন মুমিনুল হকও। তবে তিনি সবাইকে জানিয়েই করবেন অনুষ্ঠান।
Miraj Mostafiz Mominul
মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং মুমিনুল হক। ছবি: সংগৃহীত

কদিন আগে একদম ঘরোয়া পরিবেশে আকদ সেরে নিয়েছিলেন সাব্বির রহমান। গণমাধ্যমে এই বিষয়ে কিছুই বলতে চাননি তিনি। একই তরিকা নিয়েছেন মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজও। বেশ রাখঢাক করেই সারছেন কবুল বলার কাজ। বিয়ে করছেন মুমিনুল হকও। তবে তিনি সবাইকে জানিয়েই করবেন অনুষ্ঠান।

নিউজিল্যান্ড সফর থেকে এসে অনেক সতীর্থ যখন ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত, মিরাজ চলে গিয়েছিলেন নিজ শহর খুলনায়। অন্যবারের বাড়ি যাওয়ার সঙ্গে এবার আলাদা একটা বিশেষত্ব যে আছে। দীর্ঘদিনের প্রেমিকা রাবেয়া আখতার প্রীতির সঙ্গে পরিণয়টা যে এবার হয়েই যাচ্ছে।

জানা গেছে, আজই (২১ মার্চ)  মিরাজ-রাবেয়ার আকদ অনুষ্ঠান। তবে এই ব্যাপারটা একদম পারিবারিক ঘরানায় রাখতে চাইলেন তিনি। সবাইকে দাওয়াত করে বিয়ের অনুষ্ঠানটা হতে পারে বিশ্বকাপের পর।

মিরাজ প্রেম করে বিয়ে করলেও মোস্তাফিজের বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে। মোস্তাফিজের ভাই মাহফিজার রহমান জানিয়েছেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মামাতো বোন শিমুকে শুক্রবার কবুল বলতে যাচ্ছেন মোস্তাফিজ। সাতক্ষীরার কালীগঞ্জের তেঁতুলিয়া গ্রামে তার নিজ বাড়িতেই হবে তাদের আকদ। তবে মিরাজের মতো মোস্তাফিজও আকদ অনুষ্ঠান ঢাকঢোল পিটিয়ে জানাতে চাইছেন না। বিশ্বকাপের পরই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাকিটা সারবেন তিনিও।

এই দুজনের মতো গোপনীয়তা নেই মুমিনুল হকের বেলায়। নিউজিল্যান্ড থেকে ফেরার পর গত মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলেছেন মুমিনুল। ওয়ানডে দলে নিয়মিত নন তিনি, বিশ্বকাপ দলেও তার থাকার সম্ভাবনা কম। তার সামনে প্রিমিয়ার লিগ বাদ দিলে অখণ্ড অবসর। এই সুযোগেই সারবেন বিয়ের কাজ। ১৯ এপ্রিল ফারিহা বাশারকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। কনে ফারিহা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

49m ago