জোড়া সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মেহেদী মারুফ ও জাকের আলীর জোড়া সেঞ্চুরিতে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে দলটি। ফলে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে রূপগঞ্জ।
criket

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মেহেদী মারুফ ও জাকের আলীর জোড়া সেঞ্চুরিতে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে দলটি। ফলে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে রূপগঞ্জ।  

যদিও লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুটা ভালো করতে পারেনি রূপগঞ্জ। দলীয় ২৭ রানে দুই উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে দলটি। তবে তৃতীয় উইকেটে জাকের আলীকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার মেহেদী মারুফ। দারুণ এক জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। অবিচ্ছিন্ন ২২৬ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এ দুই ব্যাটসম্যান।

সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই ব্যাটসম্যানই। ১৩৭ বলে ১৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মারুফ। ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। লিস্ট এ ক্রিকেটে এটা তার পঞ্চম সেঞ্চুরি। আর ক্যারিয়ারের প্রথম লিস্ট এ সেঞ্চুরি তুলে নেন জাকের।১২৬ বলে অপরাজিত ১০৭ রান করেন তিনি। ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে ২৭ বল বাকী থাকতেই ৮ উইকেটের বড় জয় পায় দলটি।

এর আগে টস হেরে শুরুটা ভালো করেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪৯ রানের ওপেনিং জুটি এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস ও তাসামুল হক। এরপর তাসামুল আউট হলে রনি তালুকদারের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন ইমরুল। এরপর এ জুটি ভাঙতেই দ্রুতই ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পঞ্চম উইকেটে মাইশুকুর রহমানকে নিয়ে দলের হাল ধরেন ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল। ৯০ রানের জুটি গড়েন তারা। কিন্তু শেষ দিকে আর কোন ব্যাটসম্যান দায়িত্ব নিতে না পারলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫০ রানের বেশি করতে পারেনি দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন রাসুল। ৮০ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া ইমরুল ৪৮ ও মাইশুকুর ৩১ রান করেন। রূপগঞ্জের পক্ষ ৫৪ রানের খরচায় ২টি উইকেট নিয়েছেন মুক্তার আলী।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৫০/৯ (ইমরুল ৪৮, তাসামুল ১৭, রনি ২৯, শামসুর ১, রাসুল ৮৬, মাইশুকুর ৩১, তারেক ১৯, রনি ৪, রাব্বি ১*; শহীদ ১/৫০, ধাওয়ান ১/৩৯, মুক্তার ২/৫৪, নাঈম ১/৩৪, মিনহাজুর ১/৪০, আসিফ ০/৩০)।

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫.৩ ওভারে ২৫৩/২ (মারুফ ১৩৭*, নাঈম ০, মমিনুল ২, জাকের ১০৭*; রুহেল ১/৪৬, রনি ১/৪১, রাব্বি ০/৫৯, রাসুল ০/৪০, মাইশুকুর ০/১৬, শামসুর ০/৬)। 

ফলাফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ (লিজেন্ডস অব রূপগঞ্জ)।

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

1h ago