ইনজুরিতে মেসি, খেলছেন না মরক্কোর বিপক্ষে
প্রায় আট মাস পর জাতীয় দলে ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু দলকে জেতাতে পারেননি। ভেনেজুয়েলার বিপক্ষে রীতিমতো বিধ্বস্তই হয়েছে তারা। তার উপর দুঃসংবাদই শুনতে হয়েছে আরও একটি। ইনজুরিতে ছিটকে গেছেন মেসি। মরক্কোর বিপক্ষে পরের প্রীতি ম্যাচে তাই খেলতে পারছেন না এ ক্ষুদে জাদুকর।
ম্যাচ শেষে এক টুইটার বার্তায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায় কুঁচকির ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে খেলতে পারছেন না মেসি। দুঃসংবাদ আছে আরও একটি। অধিনায়ক একাই ইনজুরিতে পড়েননি। তার সঙ্গে মিডফিল্ডার গনজালো মার্তিনেজও ঊরুর চোটে ছিটকে গেছেন বলেও জানিয়েছে তারা।
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর মাঝের সময়টাতে জাতীয় দলে খেলেননি মেসি। ফেরাটাও সুখকর হল না তার জন্য। ওয়ান্দা মেত্রোপলিতানোতে আগের রাতে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছে মেসির আর্জেন্টিনা। তার উপর তার ইনজুরি। অবশ্য মরক্কোর বিপক্ষে খেলবেন না বলে আগেই কানাঘুষো ছিল। বার্সেলোনার হয়ে ব্যস্ত সূচিকেই কারণ হিসেবে উল্লেখ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
আর্জেন্টিনা হারলেও আগের রাতে দারুণ খেলেছেন মেসি। বেশ কিছু গোলের উৎস তৈরি করেছিলেন তিনি। একমাত্র গোলটিও আসে তার নৈপুণ্যেই। তবে দলটি আটকে আছে সেই পুরনো রোগেই। তাকে পর্যাপ্ত সহায়তা করতে পারছেন না সতীর্থরা।
চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন মেসি। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতায় ৩৬ ম্যাচে করেছেন ৩৯ গোল। ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়েও সবারও আগে। লালিগায় গোল করেছেন ২৯টি। এছাড়াও মৌসুমের সব শিরোপা জয়ের হাতছানিও রয়েছে তাদের।
Comments