সাইফের ব্যাটে আবার সেঞ্চুরি
বয়সভিত্তিক দলে দারুণ প্রতিশ্রুতি দেখিয়ে নজর কেড়েছিলেন সাইফ হাসান। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যেতে দেখাতে পারছিলেন না, নিজেকে আনতে পারছিলেন আলোয়। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে টানা রান করে যাচ্ছেন তিনি। পেলেন পর পর দুই সেঞ্চুরি।
বিকেএসপিতে শনিবার সাইফের দাপটের দিনে অনায়াসে জিতেছে তার দল প্রাইম দোলেশ্বর। আগে ব্যাট করে খেলাঘরের করা ২৫৭ রান সাইফের ১৩২ রানের ইনিংসে টপকে ৭ উইকেটে জিতেছে দোলেশ্বর। দোলেশ্বরের এটি পঞ্চম ম্যাচে চতুর্থ জয়।
বিকেএসপির ব্যাটিং বান্ধব উইকেটে ২৫৮ রান বেশ সহজ লক্ষ্যই। তা আরও সহজ হয়ে যায় সাইফের ব্যাটে।
৩৩ রানে সৈকত আলিকে হারানর পর মাহমুদুল হাসানকে নিয়ে এগুচ্ছিলেন সাইফ। দলের ৯৪ রান ২৪ রান করা মাহমুদুল ফিরে গেলে সাইফের সঙ্গে জোট বাধেন মার্শাল আইয়ুব। ৭৮ রানের জুটির পর মার্শাল ফিরে ফেলে পাকিস্তানি সাদ নাসিমকে নিয়ে বাকিটা সারেন সাইফ। ১৩৪ বলের ইনিংসে ৯ চার আর ৩ ছক্কায় ১৩২ করে অপরাজিত থাকেন সাইফ। এবারের লিগে এই নিয়ে পাঁচ ম্যাচে দুই ফিফটি আর দুই সেঞ্চুরি হয়ে গেল সাইফের।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর সমাজ কল্যান সমিতি: ৫০ ওভারে ২৫৭/৯ (অঙ্কন ৮৬, সাদিকুর ৫৮; রেজা ৩/৫২, জায়দ ২/৫৩)
প্রাইম দোলেশ্বর: ৪৬.৪ ওভারে ২৫৮/৩ (সাইফ ১৩২*, মার্শাল ৪০ ; রবি ১/২৭, ইরফান ১/৬৭)
ফল: প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।
Comments