দেশের জন্য কিছু করার সুযোগেই রাজনীতিতে অগ্নিমিত্রা পাল
ভারতের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল বিজেপিতে যোগ দিয়েছেন। শনিবার বিকালে কলকাতার সেন্ট্রাল লাইব্রেরিতে বিজেপি কর্মসমিতির বৈঠকে এই যোগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিজেপিতে আসছেন বলে বেশ কিছু দিন ধরেই আলোচনায় ছিলেন ওই ডিজাইনার। এদিন তাকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফুল ও উত্তরীয় পরিয়ে দলে রাজনৈতিক সহকর্মী হিসেবে স্বাগত জানান।
অগ্নিমিত্রা পালকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে রাজ্য বিজেপি। যদিও আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত কোন আসনে তাকে প্রার্থী করানো হবে- পরিষ্কার হয়নি।
কয়েক বছর আগে বিজেপিতে এর আগে রুপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা যোগ দেন। তারা দুজন এখন বিজেপির শীর্ষ নেতৃত্বের সারিতে অবস্থান করছেন। রুপা গঙ্গোপাধ্যায় সাংসদ এবং লকেট চট্টোপাধ্যায় রাজ্যের মহিলা বিজেপির সভানেত্রী এবং লোকসভা নির্বাচনের হুগলি আসনের বিজেপির প্রার্থীও।
শুধু অভিনেত্রীরাই নয়, অভিনেতা জয় ব্যানার্জি এবং সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়ও মতো সেলিব্রেটিরাও রয়েছেন বিজেপিতে।
রাজ্য বিজেপির সেলিব্রেটির তালিকায় এখন যুক্ত হলেন অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পাল বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দ্য ডেইলি স্টারকে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক আদর্শ তাকে অনুপ্রাণিত করেছে। বিজেপির প্রতি বরাবরই দুর্বলতা ছিল। খেলোয়াড়দের পোশাক ছাড়াও বহু বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীর পোশাকের ডিজাইন করেছেন। এবার সরাসরি রাজনীতিতে দেশের জন্য কিছু করতে চান বলেই জানান অগ্নিমিত্রা পাল।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগামীতে আরও কয়েকজন সেলিব্রেটির বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেখুন এখনও শুধু ট্রেলার দেখছেন ছবিটাই বাকি আছে। রাজ্য বিজেপি সামনে আরও অনেক বড় চমক দেখাবে। তবে ঠিক আর কে আসতে চলেছেন বিজেপিতে সেটা তিনি পরিষ্কার করেননি।
বিজেপিতে যোগ দিচ্ছেন বলে কলকাতার বহু গণমাধ্যমের খবরে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তি। তবে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
Comments