সেই শেবাগের মুখেই বাংলাদেশের প্রশংসা

২০১০ সালে বাংলাদেশে খেলতে এসে বাংলাদেশকে অর্ডিনারি দল বলে তাচ্ছিল্য করেছিলেন বীরেন্দ্র শেবাগ। এরপর তাকেও বাংলাদেশি সমর্থকদের গালমন্দের মধ্যে পড়তে হয়। সময়ের পরিক্রমায় সেই শেবাগই বাংলাদেশকে গোনায় ধরে দিলেন বড় তকমা। তার মতে বিশ্বকাপে নাকি বাংলাদেশ বাঘের মতই খেলতে পারে।
virender sehwag
ছবি: এএফপি

২০১০ সালে বাংলাদেশে খেলতে এসে বাংলাদেশকে অর্ডিনারি দল বলে তাচ্ছিল্য করেছিলেন বীরেন্দ্র শেবাগ। এরপর তাকেও বাংলাদেশি সমর্থকদের গালমন্দের মধ্যে পড়তে হয়। সময়ের পরিক্রমায় সেই শেবাগই বাংলাদেশকে গোনায় ধরে দিলেন বড় তকমা। তার মতে বিশ্বকাপে নাকি বাংলাদেশ বাঘের মতই খেলতে পারে। 

আইসিসি নিজেদের স্বীকৃত ফেসবুক পাতায় বিশ্বকাপের প্রতি দলের মূল্যায়ন নির্ভর এক ভিডিও পোস্ট করেছে। তাতে অংশ নিয়ে শেবাগ মূল্যায়ন করেছেন প্রতি দলের। সেই মূল্যায়নের অংশের এসেছে বাংলাদেশের কথা। 

সবচেয়ে অবাক করা ব্যাপার শেবাগ ইংলিশ কন্ডিশনে নিউজিল্যান্ডের চেয়েও এগিয়ে রেখেছেন বাংলাদেশকে। নিউজিল্যান্ডকে বলেছেন এবার বিশ্বকাপে তারা আন্ডারডগ। নিজের দেশ ভারতকে নিয়েও খুব বেশি উচ্ছ্বাস না দেখিয়ে শেবাগ বলেছেন সাদামাটা কথা। 

দেখে নেওয়া যাক কোন দলকে নিয়ে কি মূল্যায়ন করেছেন শেবাগ

অস্ট্রেলিয়া: ভয়ংকর

বাংলাদেশ: বাঘের মতো, যদি তাদের দিন আসে তাহলে তারা ভালোই শিকার করতে পারে। 

পাকিস্তান: অনুমান করা কঠিন। 

ইংল্যান্ড: বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে তাদের। 

নিউজিল্যান্ড: আন্ডারডগ

শ্রীলঙ্কা: ভালোবাসা যায়। 

দক্ষিণ আফ্রিকা: আশা করি ভালো করবে।

আফগানিস্তান: নিজেদের দিনে যে কাউকেই  হারাতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ: ভীষণ ভয়ংকর দল।

ভারত: যদি ভালো খেলে যেকোনো দলকেই হারাতে পারে।

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

54m ago