আতঙ্ক সৃষ্টি করতে কক্সবাজারে ভোটকেন্দ্রের বাইরে গুলি

আজ (২৪ মার্চ) সকালে উপজেলা নির্বাচন চলাকালে আতঙ্ক সৃষ্টি করতে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামায় ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
coxsbazar map
ছবি: সংগৃহীত

আজ (২৪ মার্চ) সকালে উপজেলা নির্বাচন চলাকালে আতঙ্ক সৃষ্টি করতে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামায় ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কক্সবাজার সংবাদদাতা জানান, মগনামায় ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আশেপাশে সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে প্রায় ৫০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা।

স্থানীয়দের দাবি- ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসতে না পারে তাই ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সমর্থক ও মগনামায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াসিমের লোকজন ভয়ভীতি সৃষ্টি করার জন্যে ফাঁকা গুলি ছুঁড়েছে।

ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর আমাদের সংবাদদাতাকে বলেন, ভোটারদের সরিয়ে দিয়ে কেন্দ্র দখল করার উদ্দেশ্যে ওয়াসিমের সন্ত্রাসী বাহিনীর লোকজন সকালে প্রায় আড়াই ঘণ্টা থেমে থেমে গুলিবর্ষণ করে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির টহল বাহিনী এবং চকোরিয়া সার্কেল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ঘটনাস্থলে পুলিশ সদস্যদের নিয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এছাড়াও, উত্তর মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশেপাশে গতকাল দিবাগত রাত ১২টার পর থেমে থেমে গুলিবর্ষণ করা হয়। এখানেও মগনামায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াসিমের লোকজন জড়িত ছিলো বলে স্থানীয়রা অভিযোগ করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, গুলির খবর তিনি শুনেছেন তবে কারো আহত হওয়ার কথা তিনি শুনেননি।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago