উখিয়ায় তিন প্রার্থীর নির্বাচন বর্জন

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোটকেন্দ্র দখল ও নানারকম অনিয়মের অভিযোগ এনে তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। তারা তিনজন আজ রোববার দুপুর ১২ টার দিকে একত্রে বসে গণমাধ্যম কর্মীদের ডেকে এই ঘোষণা দেন।

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোটকেন্দ্র দখল ও নানারকম অনিয়মের অভিযোগ এনে তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। তারা তিনজন আজ রোববার দুপুর ১২ টার দিকে একত্রে বসে গণমাধ্যম কর্মীদের ডেকে এই ঘোষণা দেন।

নির্বাচন বর্জন করা এই প্রার্থীরা হলেন, মাহবুব আলম, এ. আর. জিহান চৌধুরী ও মো. রাসেল।

এর আগে মোট পাঁচ জন প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যানের মধ্যে নুরুল হুদা গত শুক্রবার ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে যান।

অপর প্রার্থী জাহাঙ্গীর আলম বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের বড় ভাই নুরুল আলমের ছেলে।

আজ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া প্রার্থীদের অভিযোগ, নির্বাচন পরিচালনায় যুক্ত প্রশাসন মন্ত্রিপরিষদ সচিবের ভাইপোর পক্ষে পক্ষপাতমূলক আচরণ করেছে। পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের সামনেই তাদের এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ করা হলেও তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। 

উল্লেখ্য, উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হামিদুল হক চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান   কামরুন্নেছা বেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Comments