‘কত পার্সেন্ট ভোট পড়ল, তা নিয়ে মাথাব্যথা নেই’
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, পারসেন্টেজ কত হলো এটা নিয়ে মাথাব্যথা নেই। বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি না।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইসি সচিবের কাছে উপজেলায় ভোটের হার কম হওয়ার কারণ জানতে চাইলে সাংবাদিকদের বলেন, “কমিশন বলেছে অনকেই নির্বাচন করে নাই। প্রথম দফায় উপজেলা নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় রাঙ্গামাটি জেলা বাদ দিয়ে ৪১ শতাংশ ভোট পড়েছে। রাঙ্গামাটির ফলাফল যদি আমরা পাই, তাহলে আমাদের মনে হয় গড়ে ৪৫ শতাংশ হবে।”
আর তৃতীয় ধাপে আমরা ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছি।
হেলালুদ্দীন আহমদ বলেন, “একটি রাজনৈতিক জোট নির্বাচনে অংশ নেয়নি। অপরদিকে ভোটারদের ভোটকেন্দ্রে না আসার জন্য তাদের প্রচারণা আছে। এসব আপনাদের খেয়াল রাখতে হবে।”
“পারসেন্টেজ ইজ নট দ্যা ম্যাটার। পারসেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি না-নির্বাচন কমিশন এমন বলেছে।”
গত দুই দফায় ভোটের হার কম হওয়ায় নির্বাচন গ্রহণযোগ্যতা হারায় কি না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “আমাদের দেশের কোনো আইন নেই, যে কত শতাংশ ভোট দিতে হবে বা গ্রহণযোগ্যতার জন্য কত শতাংশ ভোট পড়তে হবে।”
Comments