১ এপ্রিল থেকে ৬ মে বন্ধ থাকবে কোচিং সেন্টার
আসন্ন এইচএসসি পরীক্ষার কারণে আগামী এপ্রিল মাসের প্রথম দিন থেকে ৬ মে পর্যন্ত সারাদেশে সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে। প্রশ্নপত্র ফাঁস হওয়া ঠেকাতে এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। ১১ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। এরপর ১২ মে থেকে ২১ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার সচিবালয়ে এই পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও তদারক কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩৬ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে।
প্রশ্নপত্র ফাঁস রোধে এবারও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিজি প্রেস থেকে প্রশ্নপত্রের প্যাকেটে গতানুগতিক কাগজের খামের বদলে অধিকতর নিরাপত্তাবিশিষ্ট অ্যালুমিনিয়াম ফয়েল খাম ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এর পরে কেউ প্রবেশ করলে তাকে কারণ দর্শাতে হবে। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহার করা যাবে না। পরীক্ষা হলের ভেতরে কেবলমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের সেট কোড নির্ধারণ করা হবে।
এবার মোট ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিবে। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী। সারাদেশে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৫৭৯টি।
Comments