মেহেদী মারুফের সেঞ্চুরি, রান পেলেন সোহান-শামসুররা

DPL 2019

খেলাঘরের বিপক্ষে রান তাড়ায় দারুণ সেঞ্চুরি করেছেন ওপেনার মেহেদী মারুফ। দলের জয়ে অবদান রেখে রান পেয়েছেন নুরুল হাসান সোহান। তবে নিজে রান পেলেও দলকে জেতাতে পারেননি শামসুর রহমান শুভ। 

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার মেহেদী মারুফের ব্যাটে খেলাঘরকে উড়িয়ে দিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। আর শেখ জামালের কাছে ধরাশায়ী হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

বিকেএসপিতে আগে ব্যাট করে তিন ফিফটিতে ২৬৪ রান করে খেলাঘর। বিকেএসপির ব্যাটিং বান্ধব উইকেটে ওই রান তাড়া করতে গিয়ে কোন সমস্যাই হয়নি রূপগঞ্জের। দুই ওপেনার মেহেদী মারুফ আর মোহাম্মদ নাঈম এনে ১১৮ রান। ৭৩ বলে ৭২ করে নাঈম ফিরে গেলে সেঞ্চুরি করে থামেন মারুফ। ১৩৪  বলে ৮ চার আর দুই ছক্কায় ১০৮ রান করেন রূপগঞ্জের ওপেনার। 

খেলাঘরের ২৬৪ রান তাই ৫ উইকেট হাতে রেখে অনায়াসে পেরিয়ে যায় রূপগঞ্জ। 

ফতুল্লায় দিনের আরেক ম্যাচে ছিল সমানে সমান লড়াই। কিন্তু তাতে ৪৩ রানে সহজে জিতেছে শেখ জামাল। আগে ব্যাট করে নুরুল হাসান সোহানের অপরাজিত ৮১ আর  অ্যাশলে গুনারত্নের ৭৯ রানে ২৭৭ রানের শক্ত পূঁজি পেয়েছিল শেখ জামাল। 

রান তাড়ায় ফের ধসে পড়ে গাজী গ্রুপের টপ অর্ডার। আরও এক ম্যাচে রান পাননি ইমরুল কায়েস আর রনি তালুকদার। বিপদে পড়া দলকে আলো দেখাচ্ছিলেন চারে নামা শামসুর রহমান শুভ। কিন্তু পাননি যোগ্য সঙ্গ। শামসুর ৮৬ বলে ৮১ রানে থামার পর আরও কিছুক্ষণ চালিয়ে গেছেন ৬০ রান করে মেহেদী হাসান। তবে তার একার লড়াই ছিল না জেতার জন্যে যথেষ্ট। ৪৭ ওভারে ২৩৪ রানে শেষ হয়ে যায় গাজীর ইনিংস। 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago