নিউজিল্যান্ডে নিহত নারায়ণগঞ্জের ওমর ফারুকের লাশ আসছে আজ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত নারায়ণগঞ্জের বন্দরের ওমর ফারুকের লাশ আজ (২৬ মার্চ) রাতে দেশে আসছে।
রাত সাড়ে ১০টায় ওমরের মরদেহবাহী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
নিহতের বোন জামাতা সারোয়ার হোসেন জানান, ওমর ফারুকের লাশ মঙ্গলবার দেশে আসবে। বিষয়টি নিশ্চিত করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
“এ ব্যাপারে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের দেওয়া তথ্যানুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে,” যোগ করেন সারোয়ার।
Comments