মুক্তিযুদ্ধবিষয়ক গল্পের নাটক ‘ভাস্কর্য’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ (২৬ মার্চ) এসএ টিভিতে প্রচারিত হবে নাটক ‘ভাস্কর্য’। এটি লিখেছেন আহমেদ ফারুক এবং পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নুর সজল এবং উর্মিলা শ্রাবন্তী কর।
‘ভাস্কর্য’-এর গল্পে দেখা যাবে সজল ও উর্মিলা খুব ভালো বন্ধু। উর্মিলা শর্টফিল্ম বানাতে চায়। সজল তাকে সহায়তা করে ক্যামেরা কেনার বিষয়ে। কিন্তু, শর্টফিল্মের জন্য ক্যামেরা ছাড়াও বিভিন্ন খাতে টাকার প্রয়োজন হয়। তাই সজল তাকে একটি এনজিওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শর্টফিল্ম বানাতে গিয়ে তাকে নানারকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়।
সজল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মুক্তিযুদ্ধবিষয়ক গল্পের নাটকের প্রতি আমার দুর্বলতা রয়েছে। এ নাটকে অভিনয় করায় ভালো লাগছে। আশা করছি, দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।”
উর্মিলা শ্রাবন্তী কর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সে কারণে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার কৌতূহল রয়েছে। এ নাটকের গল্পটি আমার পছন্দ হয়েছে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।”
নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
Comments