২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা দিলেন ওয়াশিংটন ডিসির মেয়র

চলতি বছরের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।
National Mausoleum in Savar
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। ছবি: পলাশ খান

চলতি বছরের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।

আজ (২৬ মার্চ) এক ঘোষণাপত্রে মেয়র বাউজার বলেন, “আজ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এ দিন বাংলাদেশের জনগণ স্মরণ করছে তাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা- যার মাধ্যমে তাদের দেশ স্বাধীনতা অর্জন করে।”

“ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাসের অবদান রয়েছে” উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, “শহরটির ‘পাসপোর্ট ডিসি’, ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এম্বেসি ট্যুর’, ‘দ্য এম্বেসি চিফ চ্যালেঞ্জ’, ‘দ্য এম্বেসি অ্যাডপশন প্রোগ্রাম’-সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ দূতাবাসে।”

“এই বিশেষ দিনে আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ২০১৯ সালের ২৬ মার্চ কে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিচ্ছি।”

আরও পড়ুন:

১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান

স্বাধীনতা দিবসে মুক্ত হলো ১১টি বন্যপ্রাণী

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

২৫ মার্চ স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

12h ago