শাইনপুকুরের জয়ে সাদমানের ব্যাটে রান
মিরপুরের মতো বৃষ্টি বাধায় পড়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের ব্রাদার্স-শাইনপুকুর ম্যাচও। ডি/এল মেথডের হিসেব নিকেশের ফেরে পড়া যাওয়া ম্যাচে ব্রাদার্সকে রান তাড়া করে হারিয়েছে শাইনপুকুর। দলকে জেতাতে ভারতীয় উন্মুক্ত চাঁদের পাশাপাশি রান পেয়েছেন সাদমান ইসলাম।
বুধবার সকালে টস হেরে ব্যাট করতে গিয়ে জুতসই শুরু পেয়েছিল ব্রাদার্স। কিন্তু বৃষ্টির কারণে হয়ে যায় সব উলটপালট। একবার বন্ধ থাকার পর ব্রাদার্স ব্যাট করেছে ৪০ ওভার। তাতে ৫ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ তাদের। ডি/এল মেথডে শাইনপুকুরের লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৩৯ রানের। মাত্র ২ উইকেট হারিয়ে ২৬ বল হাতে রেখে ওই রান তুলে নেয় শাইনপুকুর। এবারের লিগে শাইনপুকুরের এটি দ্বিতীয় জয়।
ওভারপ্রতি প্রায় ছয় করে রান তুলার লক্ষ্য নেমে দারুণ শুরু পায় শাইনপুকুর। ছন্দে থাকা সাব্বির হোসেনের সঙ্গে নেমে ব্যাট হাতে ঝলক দেখান সাদমান। ৮ ওভারে ওপেনিং জুটিতে ৬১ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। ৩০ রান করে সাব্বির ফিরলেও উন্মুক্ত চাঁদের সংগে জুটি বাঁধেন সাদমান।
৭৫ রানের জুটির পর ৬৯ বলে ৭৭ করে চিরাগ জানির বলে আউট হন সাদমান। তবে চাঁদ একদম খেলা শেষ করেই আসেন। তৌহিদ হৃদয়ের সঙ্গে ১০৪ রানের জুটিতে বড় অবদানই তার। ৮৩ বলে ৯০ রানের ইনিংসে ৯ চার আর ২ ছক্কা মেরেছেন এই ভারতীয়।
Comments