৪০০ উইকেটে বাংলাদেশের প্রথম রাজ্জাক

Abdur Razzak
ছবি:: স্টার

প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে আগেই ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এবার আব্দুর রাজ্জাক লিস্ট-এ ক্রিকেটেও নিজেকে প্রথম সারিতে রাখলেন। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট-এ ফরম্যাটে ৪০০ উইকেটে পৌঁছেছেন তিনি।

বুধবার উত্তরা স্পোর্টিং ক্লাবকে ধসিয়ে দিতে ৮ ওভার বল করে ১৫ রানে রাজ্জাক নেন ৪ উইকেট। এই ম্যাচে ৩৯৯ উইকেট নিয়ে শুরু করা রাজ্জাক এই চার উইকেট দিয়ে পৌঁছান ৪০৩ উইকেটে।

এবার লিগ শুরুর আগে রাজ্জাকের ছিল ৩৯২ উইকেট। অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার ৩৭ বছর বয়েসেও নিজেকে রেখেছেন সেরা পারর্মারদের কাতারে। লিস্ট-এ ফরম্যাটে রাজ্জাকের পরেই আছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা। ৩৮৯ উইকেট নিয়ে লিগ শুরু করা মাশরাফির উইকেট এখন ৩৯১।

৪০০ উইকেট পেতে দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৯ বার পাঁচ উইকেট নেন রাজ্জাক। ১৭ রানে ৭ উইকেট নিয়ে আছে সেরা বোলিংয়ের কীর্তিও। এই ৪০৩ উইকেটের মধ্যে ২০৭ উইকেট রাজ্জাক নিয়েছেন দেশের হয়ে ওয়ানডেতে।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

2h ago