উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা
উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম ইমামুল হক আমাদের স্থানীয় সংবাদদাতাকে জানান, ক্যাম্পাসে ‘শান্তি ও শৃঙ্খলা’ ফিরিয়ে আনার জন্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া নোটিশে আজকের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন নির্দেশে বিপাকে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। তারা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভও প্রকাশ করেন।
উল্লেখ্য, ক্যাম্পাসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনেক শিক্ষার্থীকে যোগ দিতে না দেওয়ার অভিযোগে তারা বিক্ষোভ শুরু করেন। এ বিষয়ে উপাচার্যের মন্তব্য বিক্ষোভকে আরও উত্তাল করে তুললে অবশেষে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
এর ধারাবাহিকতায় শিক্ষার্থীরা গতকাল সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। একই সঙ্গে তারা ছাত্র সংসদের নির্বাচনসহ ছয় দফা দাবি জানান। তাদের দাবির মধ্যে আরও রয়েছে উপাচার্যের মন্তব্যের জন্যে ক্ষমা চাওয়া।
তবে শিক্ষার্থীরা আজও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানান আমাদের স্থানীয় সংবাদদাতা।
Comments