নেত্রকোনায় ৫ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অপরাধে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন একটি বিশেষ আদালত।
মোহাম্মদ শাহীনূর ইসলামের নেতৃত্বে গঠিত তিন-সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ (২৮ মার্চ) এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল মজিদ, আব্দুল খালেক তালুকদার, কবির খান, সালাম বেগ এবং নাসিরুদ্দিন। পলাতক এসব আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়।
এসব পলাতক আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও রায় কার্যকরের জন্যে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনেন ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে আব্দুর রহমান কারাগারে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
Comments