বনানীতে নিহতদের পরিচয়

রাজধানীর বনানীতে বহুতল এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে একজন একজন বিদেশি নাগরিক। নিহতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে।
Banani fire
২৮ মার্চ ২০১৯, রাজধানীর বনানী এলাকায় এফআর টাওয়ারে আগুন। ছবি: প্রবীর দাশ

রাজধানীর বনানীতে বহুতল এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে একজন একজন বিদেশি নাগরিক। নিহতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে।

রাত পৌনে ৯টা পর্যন্ত নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমিন ইয়াসমিন (৩০), মাসুদ (৩৬), নিরস চন্দ্র (৩০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৩৬) ও মনির (৫০)। পুলিশ সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এদের মধ্যে নিরস চন্দ্র শ্রীলঙ্কার নাগরিক। আগুন থেকে রক্ষা পেতে লাফিয়ে পড়ে প্রাণ হারান তিনি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রি. জে. কাজি রশিদ-উন-নবী বলেন, নিরসকে যতক্ষণে হাসপাতালে আনা হয় ততক্ষণে তিনি আর জীবিত ছিলেন না।

নিহত অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

3h ago