বনানীর আগুনে নিহত ২৫ জনের নাম-ঠিকানা

Names of Banani death victims
২৯ মার্চ ২০১৯, ঢাকার বনানীর এফআর টাওয়ারে আগুনে নিহতদের দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ছবি: প্রবীর দাশ

গতকাল (২৮ মার্চ) ঢাকার বনানীর এফআর টাওয়ারে আগুনে এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম ও ঠিকানা নিচে তুলে ধরা হলো:

১. সৈয়দা আমিনা ইয়াসমিন (৪৮); পিতা: সৈয়দ মহিউদ্দিন আহমেদ; সাং: রামপাশা; থানা: কমলগঞ্জ; জেলা: মৌলভীবাজার

২. মোহাম্মদ মনির হোসেন সরদার (৫২); পিতা: মৃত মোতাহর হোসেন সরদার; সাং: উত্তর করাপুর (সরদারবাড়ী); থানা: বিমানবন্দর; জেলা: বরিশাল

৩. মোহাম্মদ মাকসুদুর রহমান (৩২); পিতা: মৃত মিজানুর রহমান; সাং: ১১ নং আলমগঞ্জ, থানা: গেন্ডারিয়া; জেলা: ঢাকা

৪. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪০); পিতা: মৃত আলহাজ আবুল কাশেম; সাং: বালুয়াডাঙ্গা; থানা: কোতোয়ালি; জেলা: দিনাজপুর

৫. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (৩৬); পিতা: মৃত আব্দুর রশিদ মুন্সি; সাং: চাতরা; থানা: পীরগঞ্জ; জেলা: রংপুর

৬. মোহাম্মদ মিজানুর রহমান; সাং: কোদলা; থানা: তেরখাদা; জেলা: খুলনা

৭. ফ্লোরিডা খানম পলি (৪৫); স্বামী: ইউসুফ ওসমান; সাং: রূপনগর হাউজিং; থানা: রূপনগর; জেলা: ঢাকা

৮. আতাউর রহমান (৬২); পিতা: হাবিবুর রহমান; জেলা: ঢাকা

৯. মোহাম্মদ রেজাউল করিম রাজু (৪০), পিতা: নাজমুল হাসান; মা: তহুরা বেগম; সাং: দক্ষিণ নাগদা; থানা: মতলব দক্ষিণ; জেলা: চাঁদপুর

১০. আহম্মদ জাফর (৫৯), পিতা: মৃত হাজী হেলাল উদ্দিন; মা: আলভি বেগম; সাং: নবীনগর, থানা: সোনারগাঁও; জেলা: নারায়ণগঞ্জ

১১. জেবুন্নেসা (৩০); পিতা: আব্দুল ওয়াহাব; মা: মৃত কামরুন্নাহার; সাং: লক্ষ্মীনারায়ণপুর, থানা: বেগমগঞ্জ; জেলা: নোয়াখালী

১২. মোহাম্মদ সালাউদ্দিন মিঠু (২৫); পিতা: সামসুদ্দিন; মা: মাকসুদা বেগম; মধুবাগ, মগবাজার, ঢাকা

১৩. নাহিদুল ইসলাম তুষার (৩৫); পিতা: মোহাম্মদ ইসহাক আলী; মা: নুরুন্নাহার; থানা: মির্জাপুর; জেলা: টাঙ্গাইল

১৪. তানজিলা মৌলি (২৫); স্বামী: রায়হানুল ইসলাম; সাং: সান্তাহার বলিপুর; থানা: আদমদিঘী, জেলা: বগুড়া

১৫. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ (৪৬); পিতা: মৃত নজরুল ইসলাম মৃধা; মা: নাসিমা বেগম: সাং; বালুগ্রাম; থানা: কাশিয়ানী; জেলা: গোপালগঞ্জ

১৬. হিরস (৩৫); পিতা: বিগনারাজ, শ্রীলঙ্কা

১৭. মোহাম্মদ ইফতিয়ার হোসেন মিঠু (৩৭); পিতা: মোহাম্মদ ইছহাক আলী; থানা: কুমারখালী; জেলা: কুষ্টিয়া

১৮. শেখ জারিন তাসনিম বৃষ্টি (২৫); পিতা: শেখ মোজাহিদুল ইসলাম; মা: নীনা ইসলাম; সাং: বেজপাড়া মেইন রোড়; থানা ও জেলা: যশোর

১৯. মোহাম্মদ ফজলে রাব্বি (৩০); পিতা: মোহাম্মদ জুহিরুল হক; মা: শাহানাজ বেগম; সাং: উত্তর ভুইগড়; থানা: ফতুল্লা; জেলা: নারায়ণগঞ্জ

২০. আতিকুর রহমান (৪২); পিতা: আব্দুল কাদের মির্জা; মা: হাজেরা বেগম; সাং: শৈলপাড়া; থানা: পালং; জেলা: শরীয়তপুর

২১. আনজির সিদ্দিক আবির (২৭); পিতা: আবু বক্কর সিদ্দিক; সাং: কলেজ রোড়, থানা: পাটগ্রাম; জেলা: লালমনিরহাট

২২. আব্দুল্লাহ আল ফারুক (৬২); পিতা: মৃত মকবুল আহম্মেদ; সাং: পূর্ব বগাইর; থানা: ডেমরা; জেলা: ঢাকা

২৩. রুমকি আক্তার (৩০); স্বামী: মাকসুদুর রহমান; থানা: জলঢাকা; জেলা: নীলফামারী

২৪. মোহাম্মদ মঞ্জুর হাসান (৪৯); পিতা: মৃত মনসুর রহমান; মা: রোকেয়া বেগম; থানা ও জেলা: নওঁগা

২৫. আমির হোসেন রাব্বি (২৯); পিতা: মোহাম্মদ আইয়ুব আলী; মা: রত্না খাতুন; সাং: গাঙ্গহাটি (চড়পাড়া); থানা: আতাইকুলা; জেলা: পাবনা

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

44m ago