বনানীর আগুনে নিহত ২৫ জনের নাম-ঠিকানা

গতকাল (২৮ মার্চ) ঢাকার বনানীর এফআর টাওয়ারে আগুনে এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।
Names of Banani death victims
২৯ মার্চ ২০১৯, ঢাকার বনানীর এফআর টাওয়ারে আগুনে নিহতদের দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ছবি: প্রবীর দাশ

গতকাল (২৮ মার্চ) ঢাকার বনানীর এফআর টাওয়ারে আগুনে এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম ও ঠিকানা নিচে তুলে ধরা হলো:

১. সৈয়দা আমিনা ইয়াসমিন (৪৮); পিতা: সৈয়দ মহিউদ্দিন আহমেদ; সাং: রামপাশা; থানা: কমলগঞ্জ; জেলা: মৌলভীবাজার

২. মোহাম্মদ মনির হোসেন সরদার (৫২); পিতা: মৃত মোতাহর হোসেন সরদার; সাং: উত্তর করাপুর (সরদারবাড়ী); থানা: বিমানবন্দর; জেলা: বরিশাল

৩. মোহাম্মদ মাকসুদুর রহমান (৩২); পিতা: মৃত মিজানুর রহমান; সাং: ১১ নং আলমগঞ্জ, থানা: গেন্ডারিয়া; জেলা: ঢাকা

৪. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪০); পিতা: মৃত আলহাজ আবুল কাশেম; সাং: বালুয়াডাঙ্গা; থানা: কোতোয়ালি; জেলা: দিনাজপুর

৫. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (৩৬); পিতা: মৃত আব্দুর রশিদ মুন্সি; সাং: চাতরা; থানা: পীরগঞ্জ; জেলা: রংপুর

৬. মোহাম্মদ মিজানুর রহমান; সাং: কোদলা; থানা: তেরখাদা; জেলা: খুলনা

৭. ফ্লোরিডা খানম পলি (৪৫); স্বামী: ইউসুফ ওসমান; সাং: রূপনগর হাউজিং; থানা: রূপনগর; জেলা: ঢাকা

৮. আতাউর রহমান (৬২); পিতা: হাবিবুর রহমান; জেলা: ঢাকা

৯. মোহাম্মদ রেজাউল করিম রাজু (৪০), পিতা: নাজমুল হাসান; মা: তহুরা বেগম; সাং: দক্ষিণ নাগদা; থানা: মতলব দক্ষিণ; জেলা: চাঁদপুর

১০. আহম্মদ জাফর (৫৯), পিতা: মৃত হাজী হেলাল উদ্দিন; মা: আলভি বেগম; সাং: নবীনগর, থানা: সোনারগাঁও; জেলা: নারায়ণগঞ্জ

১১. জেবুন্নেসা (৩০); পিতা: আব্দুল ওয়াহাব; মা: মৃত কামরুন্নাহার; সাং: লক্ষ্মীনারায়ণপুর, থানা: বেগমগঞ্জ; জেলা: নোয়াখালী

১২. মোহাম্মদ সালাউদ্দিন মিঠু (২৫); পিতা: সামসুদ্দিন; মা: মাকসুদা বেগম; মধুবাগ, মগবাজার, ঢাকা

১৩. নাহিদুল ইসলাম তুষার (৩৫); পিতা: মোহাম্মদ ইসহাক আলী; মা: নুরুন্নাহার; থানা: মির্জাপুর; জেলা: টাঙ্গাইল

১৪. তানজিলা মৌলি (২৫); স্বামী: রায়হানুল ইসলাম; সাং: সান্তাহার বলিপুর; থানা: আদমদিঘী, জেলা: বগুড়া

১৫. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ (৪৬); পিতা: মৃত নজরুল ইসলাম মৃধা; মা: নাসিমা বেগম: সাং; বালুগ্রাম; থানা: কাশিয়ানী; জেলা: গোপালগঞ্জ

১৬. হিরস (৩৫); পিতা: বিগনারাজ, শ্রীলঙ্কা

১৭. মোহাম্মদ ইফতিয়ার হোসেন মিঠু (৩৭); পিতা: মোহাম্মদ ইছহাক আলী; থানা: কুমারখালী; জেলা: কুষ্টিয়া

১৮. শেখ জারিন তাসনিম বৃষ্টি (২৫); পিতা: শেখ মোজাহিদুল ইসলাম; মা: নীনা ইসলাম; সাং: বেজপাড়া মেইন রোড়; থানা ও জেলা: যশোর

১৯. মোহাম্মদ ফজলে রাব্বি (৩০); পিতা: মোহাম্মদ জুহিরুল হক; মা: শাহানাজ বেগম; সাং: উত্তর ভুইগড়; থানা: ফতুল্লা; জেলা: নারায়ণগঞ্জ

২০. আতিকুর রহমান (৪২); পিতা: আব্দুল কাদের মির্জা; মা: হাজেরা বেগম; সাং: শৈলপাড়া; থানা: পালং; জেলা: শরীয়তপুর

২১. আনজির সিদ্দিক আবির (২৭); পিতা: আবু বক্কর সিদ্দিক; সাং: কলেজ রোড়, থানা: পাটগ্রাম; জেলা: লালমনিরহাট

২২. আব্দুল্লাহ আল ফারুক (৬২); পিতা: মৃত মকবুল আহম্মেদ; সাং: পূর্ব বগাইর; থানা: ডেমরা; জেলা: ঢাকা

২৩. রুমকি আক্তার (৩০); স্বামী: মাকসুদুর রহমান; থানা: জলঢাকা; জেলা: নীলফামারী

২৪. মোহাম্মদ মঞ্জুর হাসান (৪৯); পিতা: মৃত মনসুর রহমান; মা: রোকেয়া বেগম; থানা ও জেলা: নওঁগা

২৫. আমির হোসেন রাব্বি (২৯); পিতা: মোহাম্মদ আইয়ুব আলী; মা: রত্না খাতুন; সাং: গাঙ্গহাটি (চড়পাড়া); থানা: আতাইকুলা; জেলা: পাবনা

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago