মেসির সেই গোলটিই বার্সেলোনার ইতিহাসের সেরা
আন্তর্জাতিক ফুটবল খেলার আগ থেকে ম্যারাডোনার সঙ্গে তুলনা চলে এসেছিল লিওনেল মেসির। তারপরও উঠতি তারকাকে নিয়ে এতোটা বাড়াবাড়ি পছন্দ ছিল না অনেকেরই। ২০০৭ সালে গেটাফের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে তাদের মুখে তালা দিয়েছিলেন মেসি। আর সেই দুর্দান্ত গোলের জন্য আরও একটি পুরষ্কার পেলেন বার্সা অধিনায়ক। ভোটাভুটিতে বার্সেলোনার ইতিহাসের সেরা গোল নির্বাচিত হয়েছে সে গোলটি।
গত ডিসেম্বরে বার্সেলোনার ইতিহাসের সেরা গোল বাছাই প্রক্রিয়ার নামে ক্লাবটি। ক্লাবের ওয়েবসাইটে প্রাথমিকভাবে ৬৪ টি গোল বাছাই করে দেওয়া হয় সমর্থকদের কাছে। পরের অবশ্য চার গোলের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছিল। যার তিনটিই ছিল মেসির। সে ভোটের সময়সীমা পার হয়েছে কয়েকদিন আগে। ১৬০টিরও বেশি দেশের প্রায় ৫ লাখ বার্সা সমর্থকেরা অংশ নেন ভোটাভুটিতে। তাতে গেটাফের বিপক্ষে মেসির করা সেই গোলটিই বার্সার ইতিহাসের সেরা গোল নির্বাচিত হয়েছে।
মজার ব্যাপার ভোটাভুটি শেষে সেরা তিনটি গোলই মেসির। সংক্ষিপ্ত তালিকায় মেসির তিন গোল ছাড়া ছিল সের্জি রবার্তোর পিএসজির বিপক্ষে করা গোলটি। গেটাফের বিপক্ষে করা মেসির সে গোলে ৪৫ শতাংশ সমর্থকরা ভোট দিয়েছেন। ২৮ শতাংশ ভোট পড়েছে ২০১৫ সালে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে'র ফাইনালে করা মেসির গোলটিতে। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে করা মেসির গোলটি পেয়েছে ১৬ শতাংশ ভোট। এছাড়া রবার্তোর গোলটি পেয়েছে ১১ শতাংশ ভোট।
গেটাফের বিপক্ষে করা মেসির গোলটির সঙ্গে অবশ্য অনেকে ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা দিয়াগো ম্যারাডোনার গোলের সঙ্গে মিল পান। মাঝ মাঠ থেকে শুরু করে একে একে প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে ডিবক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন দুই তারকাই। পার্থক্য শুধু ম্যারাডোনা গোলটা করেছিলেন বাঁ পায়ে। আর মেসি করে ডান পায়ে। অন্যথায় দুটি গোলই যেন একে অন্যের প্রতিবিম্ব।
Comments