এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড: গণপূর্তমন্ত্রী

রাজধানীর বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে ২৫ জন নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
S M Rezaul Karim
২৯ মার্চ ২০১৯, আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বনানীর এফআর টাওয়ার পরিদর্শনে ঘটনাস্থলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: প্রবীর দাশ

রাজধানীর বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে ২৫ জন নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ (২৯ মার্চ) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অগ্নিকাণ্ড অন্য দুর্ঘটনার মতো নয়, এটি হত্যাকাণ্ড।”

তিনি আরও বলেন, “মালিক, ডেভেলপার ও অন্যান্য যেসব ব্যক্তি এই ভবন নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবার অবহেলার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রাণহানির যে ঘটনা ঘটেছে সেটিকে হত্যাকাণ্ড বলা যায়।”

“তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে মামলা দায়ের করা হবে,” যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, “গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রণালয়, সিটি করপোরেশন এবং অন্যান্য মন্ত্রণালয় এই অগ্নিকাণ্ডের তদন্ত করছে। আমরা সেসব তদন্ত প্রতিবেদন প্রকাশ করবো। কোনোকিছুই গোপন রাখা হবে না।”

Comments