বনানী অগ্নিকাণ্ডে দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে: ডিএমপি কমিশনার
রাজধানীর বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দয়ের করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, “ভবনের মালিককে আমরা শনাক্ত করতে পেরেছি। এই অগ্নিকাণ্ডের পেছনে আরও অনেক লোকের অবহেলা থাকতে পারে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনের যথাযথ ধারায় মামলা করা হবে।”
আজ (২৯ মার্চ) বনানী অগ্নিকাণ্ড নিয়ে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “২২ তলা ভবনটির ভেতর থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এটিই পূর্ণাঙ্গ হিসাবের তালিকা। এ ঘটনায় এখন পর্যন্ত আর কেউ নিখোঁজ নেই।’
গতকাল দুর্ঘটনাস্থলে স্থাপন করা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে নিহতদের তালিকাটি প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
Comments