দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তদন্ত চাইলেন মেয়র

বনানীর বহুতলে আগুনসহ সাম্প্রতিক সবগুলো অগ্নিকাণ্ডের ঘটনা দমকল কর্তৃপক্ষকে তদন্ত করতে বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এসব ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্তর্ঘাত রয়েছে খুঁজে বের করতে বলেছেন তিনি।
DNCC Market Fire
রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের পাশের টিনশেড কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ছবি: আমরান হোসেন

বনানীর বহুতলে আগুনসহ সাম্প্রতিক সবগুলো অগ্নিকাণ্ডের ঘটনা দমকল কর্তৃপক্ষকে তদন্ত করতে বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এসব ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্তর্ঘাত রয়েছে খুঁজে বের করতে বলেছেন তিনি।

গুলশানে আজ একই দিনে দুই জায়গায় আগুন ও বনানীর বহুতল এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জন প্রাণ হারানোর পর ডিএসসিসির মিলনায়তনে এক মতবিনিময় সভায় আজ এই কথা বললেন ঢাকার একাংশের মেয়র।

“মানুষ এখন প্রশ্ন করছেন, এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্তর্ঘাত রয়েছে?”

দমকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য অংশিজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই প্রশ্ন তুলেন মেয়র। এসব অগ্নিকাণ্ডে স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে আশঙ্কা প্রকাশ করে ব্যবসায়ী ও দোকান মালিকদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

সভায় সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, দমকল বাহিনী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে একের পর এক অগ্নিকাণ্ডের ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজ দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে কোনো ধরনের মন্তব্য করতে চাননি।

টেলিফোনে উত্তরের মেয়র বলেন, “তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আমি বলতে পারব না এগুলো অন্তর্ঘাত ছিল কি না। তবে আমি বলব যে মানুষ যেন তাদের নিজ নিজ জায়গা থেকে আগুনের ব্যাপারে সতর্ক থাকেন।”

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

10h ago