মেসির জোড়া গোলে কাতালান ডার্বি জিতল বার্সা

চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে লিওনেল মেসি। সে ধারাবাহিকতায় তার দল বার্সেলোনাকে আরও একটি জয় এনে দিলেন এ ক্ষুদে জাদুকর। এস্পানিওলের বিপক্ষে এদিন করলেন জোড়া গোল। তাতে কাতালান ডার্বিতে সহজ জয়ই পেল বার্সা। ২-০ গোলে ম্যাচটি জিতে শীর্ষস্থান আরও মজবুত করল এরনেস্তো ভালভার্দের দল।
ছবি: এএফপি

চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে লিওনেল মেসি। সে ধারাবাহিকতায় তার দল বার্সেলোনাকে আরও একটি জয় এনে দিলেন এ ক্ষুদে জাদুকর। এস্পানিওলের বিপক্ষে এদিন করলেন জোড়া গোল। তাতে কাতালান ডার্বিতে সহজ জয়ই পেল বার্সা। ২-০ গোলে ম্যাচটি জিতে শীর্ষস্থান আরও মজবুত করল এরনেস্তো ভালভার্দের দল।

ন্যু ক্যাম্পে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের নবম মিনিটে দারুণ সুযোগ পায় দলটি। অফসাইডের ফাঁদ ভেঙে ফাঁকায় বল পেয়েছিলেন মেসি। বল নিয়ন্ত্রণে নিয়ে চার ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ এক শটও নিয়েছিলেন। তবে তার শট এক ডিফেন্ডারের পায়ে লেগে অল্পের জন্য বার ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়।

২১ মিনিটে নিজেদের অর্ধ থেকে সুয়ারেজকে লম্বা ক্রস করেন মেসি। সে বল ধরে আড়াআড়ি বল দেন ইভান রাকিতিচকে। বল ধরে দূরপাল্লার জোরালো এক শট নেন এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তবে তার কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর সুয়ারেজের নেওয়া শটও অল্পের জন্য রক্ষা থাকেনি।

৩১তম মিনিটে ফ্রিকিক থেকে মেসির নেওয়া শট এক ডিফেন্ডারের পায়ে বল প্রায় জালে ঢুকে যাচ্ছিল। ঝাঁপিয়ে পড়ে সে বল কর্নারের বিনিময়ে রক্ষা করেন এস্পানিওল গোলরক্ষক দিয়েগো লোপেজ।

৪২তম মিনিটে দিনের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন মেসি। আর্থুর মেলোর শট এস্পানিওলের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে আসে মেসির পায়ে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

৬২তম মিনিটে কৌতিনহোর পাস থেকে অসাধারণ এক শট নিয়েছিলেন ম্যালকম। কিন্তু তার চেয়েও দারুণ দক্ষতায় সে শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন এস্পানিওল গোলরক্ষক লোপেজ। পাঁচ মিনিট পর রাকিতিচের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে কৌতিনহোর নেয়া শটও লক্ষ্যে থাকেনি।

৭১ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ডি বক্সের ঠিক সামনে মেসিকে ফাউল করলে ফ্রিকিক পায় তারা। আর তা থেকে দারুণ এক পানেনকা শটে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৫তম মিনিটে প্রায় গোল খাইয়ে দিয়েছিলেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক টের স্টেগান। ব্যাক পাস থেকে পাওয়া বল সতীর্থকে পাস দিতে গিয়ে উই লেইয়ের মাথায় লাগলে বল জালের দিকেই যাচ্ছিল। গতি কম থাকায় রক্ষা পায় দলটি। দৌড়ে গিয়ে ধরে ফেলেন তিনি।

৮৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। আবারো গোল দেন সেই মেসি। ডিবক্সের মধ্যে ম্যালকমের আড়াআড়ি ক্রস থেকে আলতো শটে লক্ষ্যভেদ করেন বার্সা অধিনায়ক। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এ নিয়ে লিগে মেসির গোল হলো মোট ৩১টি।

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

46m ago